Entertainment News

এক পার্টিতে সলমন-ঐশ্বর্যা! তার পর...

সম্প্রতি মুম্বইয়ে নিজের জন্মদিন উপলক্ষে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। সেই পার্টিতে হাজির ছিলেন সলমন এবং ঐশ্বর্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৫:১২
Share:

সলমন খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন।

সলমন খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন। এই দুই তারকার ব্যক্তিগত রসায়ন নিয়ে এক সময় সরগরম ছিল বলিউড। সম্পর্কের বিষয়টা তারকারা লুকিয়ে রাখতেন এমন নয়। তবে সে সম্পর্ক তিক্ত হয়েছে বহু বছর। সলমনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেছিলেন ঐশ্বর্যা। ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরার পর অনস্ক্রিনও দেখা যায়নি তাঁদের। ১৯৯৯-এ মুক্তিপ্রাপ্ত ‘হম দিল দে চুকে সনম’ তাঁদের জুটিতে শেষ ছবি। ২০০১-এ ব্রেকআপের পর অফস্ক্রিনেও একে অপরকে এড়িয়ে চলেন বলে খবর। এই পরিস্থিতিতে সদ্য মুম্বইয়ের একটি পার্টিতে হাজির ছিলেন সলমন-ঐশ্বর্যা। তার পর...?

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে নিজের জন্মদিন উপলক্ষে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। সেই পার্টিতে হাজির ছিলেন সলমন এবং ঐশ্বর্যা। তবে সূত্রের খবর, দু’জন আলাদা গেট দিয়ে ঢুকেছিলেন। সুভাষের সঙ্গে দেখা করার পর আবার আলাদা গেট দিয়ে বেরিয়েও যান তাঁরা।

অর্থাত্ এক পার্টিতে হাজির হলেও দেখা হয়নি সলমন-ঐশ্বর্যার। একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে চলার রেওয়াজ এখনও চলছে বলেই মনে করছেন সিনে মহলের একটা অংশ।

আরও পড়ুন, ‘আমার শরীরে চিমটি কেটেছিল’, #মিটু ইস্যুতে বিস্ফোরক কঙ্গনা

Advertisement

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement