Salman Khan

‘কেবল মনে হয় অচৈতন্য হয়ে পড়ব’, ৫৯ বছর বয়সে আর পেরে উঠছেন না সলমন! কী হল তাঁর?

সম্প্রতি মস্তিষ্কের একটা জটিল রোগ ধরা পড়েছে সলমনের। এ বার অভিনেতা জানান, তাঁর কেবলই মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেবেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৪:৫৮
Share:

কী হয়েছে সলমনের? ছবি: সংগৃহীত।

ষাট ছুঁইছুঁই বয়স। তবু এখনও পর্দায় তিনি নায়কের চরিত্রে। শুধু নায়ক নন, অনুরাগীরা তাঁকে রাগী ‘অ্যাকশন’ অবতারে দেখতেই পছন্দ করেন। তাই রোমান্স থেকে অ্যাকশন— সবই করতে হয় তাঁকে। তিনি সলমন খান।

Advertisement

সম্প্রতি সলমনের নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তাতেই দেখা যাচ্ছে কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে তিনি তুলে নিয়েছেন মুগুর। রক্ত-চক্ষে স্থির তাকিয়ে তিনি। লাদাখে টানা ২০ দিন শুটিং করতে হয়েছে। তাতেই যেন কাহিল হয়ে পড়ছেন ভাইজান। বয়সে ভারে তিনি এতই কাহিল এত মারপিট যেন হচ্ছে না তাঁর দ্বারা। সলমন বলেন, “খালি মনে হত যে কোনও সময় জ্ঞান হারিয়ে ফেলব।”

অপূর্ব লখিয়া পরিচালিত নতুন ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই এলাকাতেই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ছবির কিছু অংশের শুটিং হবে মুম্বইয়ে। সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে। এই ছবির জন্য অনেকটা প্রস্তুতি করতে হয়েছে তাঁকে যা ৫৯ বছর বয়সে এসে খানিকটা কষ্টসাধ্য হয়েছে সলমনের পক্ষে। অভিনেতার কথায়, ‘‘এ ভাবে শরীরটা শেষ হয়ে যাচ্ছে। প্রতি বছর প্রতিটা দিন আর কষ্টকর হয়ে উঠছে। আগে দু’সপ্তাহে একবার ট্রেনিং করতাম। এতটা কষ্ট হত না। আজকাল রোজই এই কষ্ট হয়। যার ফলে লাথি, ঘুষি মারা মহড়া দিই বাড়িতে। এই ছবিতে শরীরের উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। লাদাখে ২০ দিনের মধ্যে প্রায় ৭-৮ দিন শুটিং হয়েছে জলে। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে ফেলব যে কোনও মুহূর্তে।’’

Advertisement

যদিও হার মানার পাত্র নয় সলমন। গত কয়েক বছর ধরে পেশির যন্ত্রণায় ভুগছেন তিনি। এ ছাড়াও মস্তিষ্কে জটিল একটি রোগ ধরা পড়েছে। তা বলে কাজ থামানি এভাবেই কাজ করে যাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement