salman khan

বিগ বসে ফ্লপ ছবি নিয়ে রণবীর কপূরকে খোঁচা দিলেন সলমন!

সলমন আর রণবীর কপূরের মধ্যে কি ‘ঠাণ্ডা লড়াই’ সত্যিই চলছে! বি-টাউনে এমন একটা গুঞ্জন দীর্ঘদিন ধরেই ঘুরছে। এর কারণ হিসেবে বি-টাউনের একটা বড় অংশের মত, ক্যাটরিনা কইফকে নিয়েই এই দু’জনের দূরত্ব তৈরি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০৮:৪৬
Share:

সলমন আর রণবীর কপূরের মধ্যে কি ‘ঠাণ্ডা লড়াই’ সত্যিই চলছে! বি-টাউনে এমন একটা গুঞ্জন দীর্ঘদিন ধরেই ঘুরছে। এর কারণ হিসেবে বি-টাউনের একটা বড় অংশের মত, ক্যাটরিনা কইফকে নিয়েই এই দু’জনের দূরত্ব তৈরি হয়েছে। ২০০৯-এ ‘আজব প্রেম কি গজব কাহানি’র একটি ছোট দৃশ্যে শেষ বার সলমন আর রণবীরকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। ছবিটিতে ছিলেন ক্যাটরিনাও। এর পর জল অন্য দিকে গড়িয়েছে। আপাতত বলিউডের খবর, রণবীর-ক্যাটরিনার ব্রেক আপ হয়ে গিয়েছে। এই ব্রেক আপের খবরের মধ্যেই বেশ কয়েক বার সলমনের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। এর ফলে অনেকেই ভাবতে শুরু করেন, ক্যাটরিনা হয়তো ফিরছেন সলমনের কাছেই। কিন্তু এই ধারণা এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

Advertisement

তবে ক্যাটরিনা-সলমনের দূরত্ব কমার ‘খবর’ যদি সত্যি না-ও হয়, সলমন আর রণবীর কপূরের দূরত্ব কমার কিন্তু কোনও ইঙ্গিত বা গুঞ্জনও শোনা যায়নি বি-টাউনে। তবে দু’জনের ‘ঠাণ্ডা লড়াই’-এর জল্পনা বাড়িয়ে সম্প্রতি ‘বিগ বস’-এ রণবীরকে তাঁর ফ্লপ ছবি নিয়ে খোঁচা দিলেন সলমন।

খুব সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘বিগ বস’-এ এসেছিলেন আলিয়া ভট্ট। সেখানেই আলিয়াকে সলমন বলেন, “রণবীর (সিংহ)কে এ বার তুমি গায়েব করে দাও, রণবীর (কপূর) তো এমনিতেই গায়েব হয়েই গেছে।” নাম নিয়ে জাগলিং করলেও ইদানীং কালে রণবীর কপূরের পর পর ফ্লপ ছবি নিয়েই যে সলমনের এই খোঁচা সে বিষয়ে নিশ্চিত বি-টাউনের একটা বড় অংশ। এ দিকে নিজের পরবর্তী ছবি ‘ড্রাগন’-এ একসঙ্গে কাজ শুরু করছেন আলিয়া-রণবীর কপূর। তাই নিজের পরবর্তী ছবির সহ-অভিনেতাকে নিয়ে এই ঠাট্টায় একটু অস্বস্তিতে পড়ে যান আলিয়া। তবে তাঁকে নিয়ে সলমনের এই ‘তামাশা’র এখনও কোনও জবাব দেননি রণবীর কপূর।

Advertisement

আরও পড়ুন: প্রয়াত নীরজার হয়ে পুরস্কার নিলেন ছবির ‘নীরজা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement