Salman Khan on Kunickaa

কুমার শানুর সঙ্গে এখনও যোগাযোগ আছে? প্রাক্তন প্রেম নিয়ে কুনিকাকে খোঁচা দিলেন সলমন

জীবনে এমন একটা প্রেম সকলের করা উচিত, কুমার শানুর সঙ্গে সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেছিলেন কুনিকা নিজেই। এ বার সেই প্রেম নিয়ে প্রকাশ্যে কুনিকাকে খোঁচা দিলেন সলমন খান ও মিকা সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৮:০১
Share:

শানুর সঙ্গে কুনিকার সম্পর্ক নিয়ে সলমনের খোঁচা। ছবি: সংগৃহীত।

কুমার শানুর সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করেন কুনিকা সদানন্দ। এও জানিয়েছেন, যুক্তিবুদ্ধি কাজে লাগিয়ে নয়, সেই সময়ে কেবল প্রেমে ভেসে গিয়েছিলেন তিনি। জীবনে এমন একটা প্রেম সকলের করা উচিত, এই নিদানও দিয়েছিলেন নিজেই। এ বার কুমার শানুর সঙ্গে তাঁর প্রেম নিয়ে প্রকাশ্যে খোঁচা দিলেন সলমন খান ও মিকা সিংহ।

Advertisement

‘বিগ বস্‌’-এ ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন সলমন। কাউকে বকুনি দেন। কারও সঙ্গে আবার খুনসুটি করেন। রবিবারের পর্বে সলমনের সঙ্গে ছিলেন মিকা সিংহও। মিকা এসে সবাইকে একটি গান গাইতে বলেন। মিকার জনপ্রিয় ‘সাওয়ান মে লগ গই আগ’ গানটি সকলে একে একে শোনান। সব শেষে কুনিকা গানটি গেয়ে শোনান। কুনিকার গান শুনে মিকা খোঁচা দিয়ে বলেন, “কুনিকাজি বরাবরই সাঙ্গীতিক পরিবেশ ও সুরের কাছাকাছি থেকেছেন।” মিকার ইঙ্গিত বুঝতে পারেন সলমনও। সঙ্গে সঙ্গে সামান্য হেসে তিনিও প্রশ্ন করেন, “এখনও রেওয়াজ চলছে?” এই শুনে কুনিকা ও ‘বিগ বস্‌’-এর অন্য প্রতিযোগীরাও হেসে ওঠেন।

কুমার শানু বিবাহিত অবস্থাতেই তাঁর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বলে জানিয়েছিলেন কুনিকা। সেই সম্পর্ক ৬ বছর টিকেছিল। সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তাঁরা পরস্পরকে স্বামী-স্ত্রীর মতোই দেখতেন, দাবি কুনিকার। শানু নাকি অবসাদে ভুগছিলেন। নিজের স্ত্রী-সংসার নিয়ে সুখী ছিলেন না। তাই তখন তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক। এমন জানিয়েছিলেন কুনিকা নিজেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement