Naseeruddin Shah on SRK

শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বলে কটাক্ষ! বলিউডের কোন তারকার প্রশংসা করলেন নাসিরুদ্দিন?

বাদশার অভিনয় নাকি আজকাল পছন্দ নয় নাসিরুদ্দিন শাহের। এমনকি শাহরুখের অভিনয় একঘেয়ে বলেও মন্তব্য করেছেন তিনি। বরং তাঁর পছন্দ বলিউডের অন্য এক অভিনেতাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৫:২১
Share:

শাহরুখের সমালোচনায় নাসিরুদ্দিন। ছবি: সংগৃহীত।

আবিশ্ব ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। অভিনয় থেকে ব্যক্তিত্ব, শাহরুখ খানকে নিয়ে মুগ্ধ তাঁর ভক্তেরা। কিন্তু বলিউডের বাদশার অভিনয় নাকি আজকাল পছন্দ নয় নাসিরুদ্দিন শাহের। এমনকি, শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বলেও মন্তব্য করেছেন তিনি। বরং তাঁর পছন্দ বলিউডের অন্য এক অভিনেতাকে।

Advertisement

এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, খান-কুমার-দেবগনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি ভাল লাগে? উত্তরে নাসিরুদ্দিন জানিয়েছিলেন, তিনি প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। তবে আলাদা করে এঁদের অভিনয় দেখার জন্য কোনওদিন কোনও চেষ্টা করেননি। যদিও এঁদের মধ্যে অক্ষয় কুমারের কথা আলাদা করে বলেন তিনি। বর্ষীয়ান অভিনেতা বলেন, “একমাত্র অক্ষয় কুমারকে আমি খুব পছন্দ করি। কারও সাহায্য ও কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে ও। অভিনয় করারও যোগ্যতা রয়েছে ওর। বহু দিন ধরে কাজ করার পরে ও ভাল অভিনেতা হয়ে উঠতে পেরেছে।”

এর পরেই তাঁকে আলাদা করে শাহরুখ খানের কথা জিজ্ঞাসা করা হয়। তিনিও কোনও সাহায্য ছাড়াই নিজের জায়গা করে নিয়েছেন বলিউডে। এই প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, “হ্যাঁ ও নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য আমি ওকে পছন্দ করি। কিন্তু অভিনেতা হিসেবে ও দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।”

Advertisement

উল্লেখ্য, দীর্ঘ দিন বিরতিতে থাকার পরে ২০২৩ সালে ফের অভিনয়ে ফেরেন শাহরুখ খান। সেই বছর মুক্তি পায় তাঁর তিনটি ছবি— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement