Salman Khan

‘আমি কাঁদলে লোকের হাসি পায়’, নিজের কোন কষ্টের কথা জানালেন সলমন?

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। অসংখ্য বাণিজ্যসফল ছবি রয়েছে তাঁর। একটা সময় বলা হত, তিনি পর্দায় এসে দাঁড়ালেই নাকি ছবি ‘হিট’ হয়ে যায়। এত বছর পরে নিজেকে নিয়ে কোন উপলব্ধি হল সলমনের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই নিজের জীবনের নানা উপলব্ধির কথা জানিয়ে চলেছেন সলমন খান। এর আগে বলেছেন, তিনি গত ২৫ বছরে বড্ড একা হয়ে গিয়েছেন, অনেক বন্ধুকে হারিয়েছেন। এ বার সলমন জানালেন, তিনি নাকি বিন্দুমাত্র অভিনয় করতে পারেন না।

Advertisement

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। অসংখ্য বাণিজ্যসফল ছবি রয়েছে তাঁর। একটা সময় বলা হত, তিনি পর্দায় এসে দাঁড়ালেই নাকি ছবি ‘হিট’ হয়ে যায়। কখনও সেই তত্ত্ব মিলেছে, কখনও আবার ব্যর্থতা দেখেছেন। সমালোচিত হয়েছেন নিজের কাজের জন্য। তবে সলমন অভিনয় পারেন না, এমন ভাবে তাঁকে কেউ দাগিয়ে দেয়নি কখনও। যদিও অভিনেতা নিজেই জানান, তিনি অভিনয় পারেন না। তাঁর দ্বারা নাকি অভিনয় বিন্দুমাত্র হয় না। সলমনের কথায়, ‘‘আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা।’’

এত বছর ধরে অসংখ্য মহিলা অনুরাগীর মন জয় করেছেন অভিনেতা। তিনি পর্দায় চোখের জল ফেললে কাঁদেন তাঁরাও। ‘তড়প ত়ড়প কে’ গানে ঐশ্বর্যা রাইয়ের দিকে তাকিয়ে সলমনের কান্নার দৃশ্য এখনও দর্শকের মনে স্পষ্ট। এ ছাড়াও ‘তেরে নাম’ ছবিতে সলমনের কষ্টে কাতর হয়েছে দর্শক। এ বার সলমন জানান, তিনি নাকি কাঁদতেও পারেন না। সলমন বলেন, ‘‘আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।’’ যদিও সলমনের মন্তব্যের সঙ্গে সহমন নয় দর্শকমহল। তাদের দাবি, সলমন কাঁদলে চোখ ভেজে তাদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement