salman khan

আমাকে এবং দিশাকে দেখে একই বয়সের মনে হয়েছে: সলমন

সলমনের মতে তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একই ভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২১ ০৯:২০
Share:

দিশা এবং সলমন

হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে নায়কের পর্দার প্রেম বলিউডে নতুন কিছু নয়। আর সলমন খানকে সেই ব্যাপারে সিদ্ধহস্ত বললে ভুল হবে না। এ বার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে বয়সে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রগরগে প্রেম পর্ব চলবে সলমনের। তা নিয়ে যদিও আপত্তি তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ। তবে সে সবের ধার ধারেন না ‘ভাইজান’।

Advertisement

একটি ভিডিয়োতে দিশার ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা। সলমনের কথায়, ‘‘খুব ভাল কাজ করেছে দিশা। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দু’জনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।” সলমনের মতে তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একই ভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়।

এই প্রথম নয়। অতীতে সোনম কপূর, অনুষ্কা শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজদের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সলমন। তাঁরা প্রত্যেকেই সলমনের চেয়ে প্রায় বছর ২০ বা তার বেশি ছোট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement