Salman Khan

‘তোমাদের লজ্জা হওয়া উচিত’, কেন রেগে গিয়ে ভাইপোকে জোর বকুনি দিলেন সলমন খান?

৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আরহানের সঙ্গে সলমনের পডকাস্ট। সেখানেই ভাইপোর সঙ্গে কথা বলতে বলতে রেগে যান সলমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩
Share:

সলমন খান হঠাৎ রেগে গেলেন কেন! ছবি: সংগৃহীত।

মেজাজ ভাল থাকলে তিনি সব সময়ে প্রিয়জনের পাশে থাকেন। কিন্তু রাগ সপ্তমে চড়লেই মুশকিল। এ বার সলমন খানের রাগের সাক্ষী থাকলেন তাঁরই ভাইপো আরহান খান। ভাইপোকে প্রবল বকুনি দিলেন ভাইজান।

Advertisement

৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আরহানের সঙ্গে সলমনের পডকাস্ট। সেখানেই ভাইপোর সঙ্গে কথা বলতে বলতে রেগে যান সলমন। পডকাস্টে হিন্দির সঙ্গে ইংরেজি মিশিয়ে কথা বলছিলেন আরহান ও তাঁর বন্ধু। এই দেখেই রেগে যান ভাইজান। সলমনের আপত্তি, কেন শুধু হিন্দিতে স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলেন না আরহান?

পডকাস্টে আরহানের সঙ্গে ছিলেন তাঁর আরও দুই বন্ধু আরুষ বর্মা ও দেব রাইয়ানি। অতিথির আসনে সলমন। ভাইপোকে তাঁর বন্ধুদের সঙ্গে অনবরত ইংরেজিতে কথা বলতে দেখে সলমন বলে ওঠেন, “তোমাদের সবার আগে হিন্দিতে কথা বলা উচিত।” এর পরেই আরহানের দুই বন্ধু বলে ওঠেন, তাঁরা হিন্দিতে তেমন সড়গড় নন। তখন মাথা ঠান্ডা করে সলমন জানান, তাঁদের হিন্দি শিখতে তিনি সাহায্য করবেন। কিন্তু তার সঙ্গে ভাইজান এ-ও বলেন, “হিন্দি জানো না বলে তোমাদের লজ্জা হওয়া উচিত। হিন্দিভাষী দর্শকদের জন্যই তো তোমরা কাজ করছ।”

Advertisement

কিছু দিন আগেই আরহানের পডকাস্ট-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসে। এই পডকাস্টে মনের কথায় উজাড় করেছেন সলমন খান। এর মধ্যেই ভাইপো আরহানকে জীবনের পরামর্শও দিয়েছেন তিনি। সলমনের স্পষ্ট নির্দেশ, জীবনে যা-ই হোক, পরিবারই সবার আগে। ভাইজান বলেন, “সব সময়ে পরিবার ও বন্ধুদের পাশে থাকবে। এটা সারা জীবন তোমাকে করেই যেতে হবে।” ৫৯ বছর বয়সে এসেও নিজেকে নানা পরামর্শ দেন অভিনেতা। একটি পরামর্শ তিনি দেন ভাইপোকেও। বলেন, “আমি নিজেকে একটা পরামর্শ দিই। সেই পরামর্শই তোমাকে দেব। এই পরামর্শ শুনে হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। আমি নিজেকে এই পরামর্শ আরও রূঢ় ভাবে দিয়ে থাকি। জীবনে কাউকে এক বার ক্ষমা করা যায়, দু’বার ক্ষমা করা যায়। তিন বার হয়ে গেলে বুঝবে, সব শেষ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement