Salman Khan

শয্যাশায়ী ধর্মেন্দ্রের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে, উদ্বিগ্ন সলমন দিলেন কোন বার্তা?

সম্প্রতি, শয্যাশায়ী ধর্মেন্দ্রের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই পরিস্থিতিতে কী বার্তা দিলেন সলমন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:২২
Share:

ধর্মেন্দ্রকে ‘বাবা’র তকমা দিলেন সলমন! ছবি: সংগৃহীত।

সলমন খানকে ছোটবেলা থেকেই নাকি বড্ড স্নেহ করেন ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তাঁর জীবনীচিত্র তৈরি হলে, সলমনই হবেন নায়ক। দিনকয়েক লড়াইয়ের পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। বাড়িতেই চলছে চিকিৎসা। সম্প্রতি শয্যাশায়ী ধর্মেন্দ্রের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এই পরিস্থিতিতে কী বার্তা দিলেন সলমন?

Advertisement

সলমনের শরীরের গঠন নিয়ে প্রায়ই চর্চা হয়। একটা সময় এশিয়া মহাদেশের অন্যতম সুপুরুষের খেতাব পেয়েছিলেন সলমন। অভিনেতা জানান, তাঁর শরীরচর্চা করার নেপথ্যে অনুপ্রেরণা ছিলেন ধর্মেন্দ্র। বলিউডে ধর্মেন্দ্রই একমাত্র, যাঁকে দেখে শরীরচর্চা করার উৎসাহ পেতেন সলমন। খুব শীঘ্রই ‘দব‌ং’ ট্যুরে বেরিয়ে পড়বেন অভিনেতা। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সলমন বলেন, ‘‘আমার কাছে ধর্মেন্দ্র, আমার বাবার থেকে কম নন। আমি চাই, উনি সুস্থ হয়ে ফিরে আসুন।’’

প্রসঙ্গত, বুধবারই ছবিশিকারিদের উপর রাগে ফেটে পড়েন সানি দেওল। ছাপার অযোগ্য ভাষা প্রয়োগ করেন তাঁদের উদ্দেশে। তার পর ইন্ডাস্ট্রির একাধিক তারকা দেওল পরিবারের গোপনীয়তা রক্ষার আর্জি জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement