বিশেষ কারণে গোমাংস খান না সেলিম খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গোমাংস ছুঁয়েও দেখেন না সেলিম খান। প্রতি বছর গণেশচতুর্থীতে সেজে ওঠে খান পরিবার। গণপতির আরাধনায় মাতেন সলমন খানও। এই ছবিগুলি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁদের। তবে কটাক্ষও ধেয়ে আসে নিন্দকদের থেকে।
ভিন্ধর্মের হয়েও কেন গণেশপুজো করেন তাঁরা? এই প্রশ্নও ওঠে। বলিউডে লেখক হিসেবে পরিচিত সেলিম খান। তবে তার পাশাপাশি ধর্মনিরপেক্ষতার জন্যও তিনি বার বার খবরের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে কথা বলেছেন সেলিম এবং জানিয়ে দিয়েছেন, তাঁদের পরিবারে গোমাংসের কোনও স্থান নেই।
একসময়ে ইনদওরে থাকতেন তাঁরা। এখন মুম্বইবাসী। কিন্তু সেই ইনদওরে থাকার সময় থেকেই গোমাংস খান না সেলিম খান ও তাঁর পরিবারের কেউ। সলমনের বাবা বলেছেন, “ইনদওর থেকে আজ পর্যন্ত, আমরা কখনও গোমাংস খাইনি। অনেকে খান কারণ গোমাংস খুবই সস্তা। অনেকে আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য কেনেন।”
কিন্তু কেন সেলিমরা গোমাংস খান না? তিনি জানান, তাঁদের ধর্ম অনুযায়ী গোদুগ্ধকে মাতৃদুগ্ধের পরিপূরক মনে করা হয়। তাঁর কথায়, “গরুদের হত্যা করা উচিত নয়। গোমাংসও নিষিদ্ধ।” প্রত্যেক ধর্ম থেকে ভাল বিষয়গুলি তাঁদের ধর্মে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
সেলিম জানান, প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে তাঁর। তাই তাঁর বাড়িতেও বরাবরই ধর্মনিরপেক্ষ পরিবেশ। তাঁর স্ত্রী পুজো করেন, তিনি নমাজ পড়েন। এই একই শিক্ষায় ছেলেমেয়েদের মানুষ করেছেন বলেও জানান সেলিম খান।