গেয়ে মাতালেন বজরঙ্গি ভাইজান

এ বার গেয়ে বাজিমাত করলেন সলমন খান। ‘হিরো’ ছবিতে তাঁর গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি ইউটিউবে ইতিমধ্যেই ৫০ লক্ষ হিট পেরিয়ে গিয়েছে। চার্টবাস্টার বলতে যা বোঝায়, গানটি এখন ঠিক তা-ই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০০:০৫
Share:

এ বার গেয়ে বাজিমাত করলেন সলমন খান। ‘হিরো’ ছবিতে তাঁর গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি ইউটিউবে ইতিমধ্যেই ৫০ লক্ষ হিট পেরিয়ে গিয়েছে।

Advertisement

চার্টবাস্টার বলতে যা বোঝায়, গানটি এখন ঠিক তা-ই। যাঁরা শুনেছেন, তাঁদের অনেকেই বলতে শুরু করেছেন, পেশাদার গায়কদের মতোই গেয়েছেন সলমন। এবং সে গান এতটাই ভাল হয়েছে যে, এই মুহূর্তে বলিউডে যাঁরা প্লে-ব্যাক করছেন, তাঁদের অনায়াসে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন সলমন।

জ্যাকি শ্রফের ‘হিরো’ ছবিটির রিমেকে অভিনয় করেছেন আদিত্য পাঞ্চোলির ছেলে সূর্য পাঞ্চোলি এবং সুনীল শেঠির মেয়ে আথাইয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement