Salman-Kajol

আর বাঁচবেন না টের পেয়েছিলেন! মৃত্যুর দু’দিন আগে সলমনের বাড়িতে এসে কী খেতে চেয়েছিলেন কাজলের বাবা

অভিনেতা সলমন খান এবং অভিনেত্রী কাজল— দু’জনের বাবাই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পারিবারিক সম্পর্ক ছিল। মৃত্যুর আগে সলমনের বাড়িতে এসে কী খেতে চেয়েছিলেন নায়কের বাবা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০
Share:

সলমনের বাড়িতে এসে কী চেয়েছিলেন অভিনেত্রী কাজলের বাবা? ছবি: সংগৃহীত।

একসঙ্গে একটি ‘টক শো’ সঞ্চালনা করছেন কাজল এবং টুইঙ্কল খন্না। এই ভাবে তাঁদের আগে দেখেনি দর্শক। তাঁদের অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন সলমন খান এবং আমির খান। তাঁরা চারজনেই খুব ভাল বন্ধু। গল্প করতে করতে তাই ফিরে গিয়েছিলেন পুরনো দিনে। সলমন শোনালেন, কাজলের বাবা সমু মুখোপাধ্যায় মৃত্যুর দু’দিন আগে তাঁর থেকে কী খেতে চেয়েছিলেন।

Advertisement

কাজল এবং সলমন তাঁরা ছোটবেলার বন্ধু। নায়কের বাবা সেলিম খান এবং কাজলের বাবা সমু ভাল বন্ধু ছিলেন। সেই সূত্রে নায়কের সঙ্গেও খুবই ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মৃত্যুর আগে কাজলের বাবা সলমনের বাড়িতে এসে কী চেয়েছিলেন, সেই কথাই প্রকাশ্যে বললেন ভাইজান।

সলমনের মুখে বাবার গল্প শুনে চোখ ছলছল কাজলের। মদ্যপান করতে ভালবাসতেন নায়িকার বাবা সমু। নায়ক বললেন, “সমুকাকা আমাদের বাড়ি এসেছিলেন সে দিন। আমায় বললেন, ‘দু’পেগ তৈরি করো’। আমি বারণ করেছিলাম। বলেছিলাস, শরীর ভাল নেই, কেন খাবেন? আমায় তখন উনি বলেন, ‘দু’দিন পরে আমি চলেই যাব। তাই আমাকে মানা কোরো না’। ওঁর কথাই সত্যি হল। দু’দিন পরে আমাদের ছেড়ে চলে গেলেন সমুকাকা। দিনটা এখনও ভুলব না আমি।”

Advertisement

সলমনের কথা শুনে প্রায় কেঁদে ফেলেছিলেন কাজল। পরে নিজেকে সামলে নেন। সলমনের কথায়, বলিউডের সবচেয়ে ভাল, ভদ্র পরিবার হল মুখোপাধ্যায়েরা। এখনও কাজলের বাবার স্মৃতি ভাইজানের মনে টাটকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement