Bollywood Update

চিকিৎসা শেষ হতেই সোজা শুটিং ফ্লোরে, বলিউডে এ বার কার সঙ্গে জুটি বাঁধছেন ‘দ্য ফ্যামিলি ওম্যান’?

পেশাদার অভিনেত্রী, তবে গত কয়েক মাস যাবৎ অভিনয় থেকেই দূরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। পেশির প্রদাহজনিত বিরল রোগের চিকিৎসায় আপাতত বিদেশে রয়েছেন দক্ষিণী তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৬
Share:

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবনের ঝড় সামলে পেশাগত জীবনে জমি খুঁজে পেয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। বলিউডে পা রেখেই কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় সিরিজ়ে। শুধু তাই-ই নয়, আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এও ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন সামান্থা। পেশাগত দায়িত্ব পূর্ণ করে সম্প্রতি নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। গত বছর থেকে পেশির প্রদাহজনিত বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। রোগের চিকিৎসা করানোর জন্য আপাতত আমেরিকায় রয়েছেন অভিনেত্রী। খবর, চিকিৎসার সাড়া দিচ্ছে তাঁর শরীর। খুব তাড়াতাড়িই নাকি সুস্থও হয়ে উঠতে চলেছেন তিনি। তার পরেই নাকি শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন সামান্থা। এ বার ছোট পর্দায় নয়, একেবারে বড় পর্দায় নাকি দেখা যেতে চলেছে সামান্থাকে। কানাঘুষো, বিপরীতে থাকছেন বলিউডের এক তাবড় তারকা!

Advertisement

সলমন খান। ছবি: সংগৃহীত।

কয়েক মাস আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, আগামী বছর ইদের ছবির জন্য কর্ণ জোহরের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন সলমন। শোনা যাচ্ছে, কর্ণের প্রযোজনায় ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। খবর, এই ছবিতেই নাকি সলমনের বিপরীতে দেখা যেতে চলেছে সামান্থাকে। সলমনের সঙ্গে এই প্রথম বার কাজ করতে চলেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি এক সেনা জওয়ানের ভূমিকাতে দেখা যেতে চলেছে সলমনকে।

প্রায় ২৫ বছর পর ফের এক ছবিতে কাজ করতে চলেছেন কর্ণ ও সলমন। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শেষ বার একসঙ্গে কাজ করেন দু’জনে। ওই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। পর্দায় উপস্থিতি কম সময়ের হলেও তাঁর চরিত্র নজর কেড়েছিল দর্শক ও সমালোচকদের। দুই যুগ পরে কর্ণ ও সলমনের যুগলবন্দি দেখতে মুখিয়ে অনুরাগীরা। পাশাপাশি, পর্দায় সামান্থা ও সলমনের জুটি নিয়েও কম উৎসাহী নন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন