(বাঁ দিকে) আরিয়ান খান, (ডান দিকে) সমীর ওয়াংখেড়ে। ছবি: সংগৃহীত।
২০২১ সালে প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করেন সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজ়। সেখানে পরোক্ষে প্রাক্তন এনসিবি আধিকারিককে খোঁচা দিয়েছেন আরিয়ান। এই অভিযোগে শাহরুখ ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সমীর। এ বার সমীরের হয়ে ময়দানে নামলেন তাঁর স্ত্রী। আরিয়ানকে পাল্টা খোঁচা দিলেন তিনি!
সিরিজ়ে এক এনসিবি আধিকারিকের চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রের সঙ্গে চেহারার মিল রয়েছে সমীরের। দাবি নেটাগরিকের। মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। সেই সময়ে এনসিবি আধিকারিক ছিলেন সমীর। সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। পরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। সেই ঘটনাকে এই সিরিজ়ে পরোক্ষ ভাবে ব্যঙ্গ করা হয়েছে বলেই ধারণা। যদিও দিল্লি হাই কোর্ট থেকে পাল্টা প্রত্যাঘাতই পেতে হয়েছে সমীরকে। এ দিন মাদকবিরোধী সচেতনতা নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন সমীর। এর পরই তাঁর স্ত্রী একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘মাদকের সমস্যা অত্যন্ত গভীর। এই বিষয়টা হাসিঠাট্টার নয়। খুব দেরি হওয়ার আগে আশা করব মানুষ এই সমস্যার গভীরতা বুঝতে পারবে।