Shefali Jariwala

শেফালীর টুথব্রাশ নিয়ে কী করেন পরাগ? একা বাড়িতে স্ত্রীর স্মৃতি রাখতে আরও অনেক কিছুই করেন স্বামী

স্ত্রী শেফালীর শোক ভুলতে পারা সম্ভব নয় বলে জানিয়েছেন পরাগ। সেই কারণে স্ত্রীকে যতটা সম্ভব ‘কাছে রাখা’র চেষ্টা করছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮
Share:

শেফালীর জন্য কী করেন পরাগ? ছবি: সংগৃহীত।

চলতি বছর জুন মাসে আচমকাই মারা যান অভিনেত্রী শেফালী জ়রীওয়ালা। প্রয়াত স্ত্রীয়ের শোক ভুলতে পারা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বামী পরাগ। সেই কারণে স্ত্রীকে যতটা সম্ভব ‘কাছে রাখা’র চেষ্টা করছেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে এসে শেফালীর যৌবন ধরে রাখার ওষুধ খাওয়ার তত্ত্ব নস্যাৎ করেছেন পরাগ। তাঁর কথায়, শেফালি এমনিতেই সুন্দরী। তিনি আরও জানান, শেফালীর ইচ্ছা ছিল কন্যাসন্তান দত্তক নেওয়ার। তবে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। এখন পরাগের জীবনে রয়েছেন তাঁদের পোষ্য সিম্বা ও শেফালীর স্মৃতি। পরাগ বলেন, ‘‘আমি শেফালীর ব্যবহার করা ব্রাশে দাঁত মাজি। ওর ব্যবহার করা পোশাক না ধোয়া অবস্থায় নিজের কাছে নিয়ে শুই। ওর গন্ধ পাই। ওর ব্যবহার করা সুগন্ধি কাছে রাখি। যতটা সম্ভব মনে ওকে কাছে রাখার চেষ্টা করি।’’

সম্প্রতি তাঁদের ১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের শরীরে স্ত্রীয়ের মুখের ছবি উল্কি করিয়েছিলেন পরাগ। উল্কি করানোর ভিডিয়ো ভাগ করে পরাগ লিখেছিলেন, “বন্ধুরা। অবশেষে অপেক্ষার অবসান। ১৫তম বিবাহবার্ষিকীতে পরীকে এটাই আমার উপহার। ও সব সময়ে আমার হৃদয়ে এবং আমার শরীরের প্রতিটি কোষে থেকে যাবে। এ বার সেটা সকলেই দেখতে পারবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement