শেফালীর ছবি দেখে পরাগের বুকে চুম্বন। ছবি: সংগৃহীত।
প্রয়াত স্ত্রী শেফালী জরীওয়ালার স্মৃতি নিয়ে রয়েছেন পরাগ ত্যাগী। এমনকি, নিজের বুকে শেফালীর ছবি উল্কি করিয়েছেন তিনি। পরাগের বুকে সেই উল্কিতে চুম্বন করলেন শেফালীর বাবা। সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল।
১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের শরীরে স্ত্রীর মুখের ছবি উল্কি করিয়েছিলেন পরাগ। উল্কি করানোর ভিডিয়ো ভাগ করে পরাগ লিখেছিলেন, “বন্ধুরা। অবশেষে অপেক্ষার অবসান। ১৫তম বিবাহবার্ষিকীতে পরীকে এটাই আমার উপহার। ও সব সময়ে আমার হৃদয়ে এবং আমার শরীরের প্রতিটি কোষে থেকে যাবে। এ বার সেটা সকলেই দেখতে পারবেন।”
পরাগের এই উল্কি দেখে মুগ্ধ নেটাগরিক। কেউ লিখেছেন, ‘‘এমন স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’’ আবার কেউ বলছেন, ‘‘এই হল সত্যিকারের ভালবাসা। উল্কি করাতে সাহস লাগে! এমন ভালবাসাই সারা জীবন থেকে যায়।’’ পরাগের এমন সিদ্ধান্তে মুগ্ধ শেফালীর বাবাও।
শেফালীর বাবার জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন পরাগও। তখনই পরাগের বুকে প্রয়াত কন্যার ছবি দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে শেফালীর বাবা। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরাগ। দেখা যাচ্ছে, পরাগের বুকে চুম্বন করছেন শেফালীর বাবা। পরাগ লিখেছেন, “শুভ জন্মদিন বাবা। শেফুর তরফ থেকেও শুভেচ্ছা। আমি সব সময় তোমার সঙ্গে আছি। খুব ভালবাসি তোমাকে।” এই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শেফালীর অনুরাগীরাও।
উল্লেখ্য, গত ২৭ জুন মৃত্যু হয়েছে শেফালী জরীওয়ালার। চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বয়স ধরে রাখার ওষুধ খেতেন অনিয়ন্ত্রিত ভাবে।