Entertainment News

মা হওয়ার সময় এই বলি নায়িকার ওজন হয়েছিল ১০২ কিলোগ্রাম!

সমীরার কথায়, ‘‘বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানসম্ভবা হয়েছিলাম। ভেবেছিলাম সন্তান জন্মের পরই ফের কাজে ফিরব। কিন্তু চার-পাঁচ মাস আমাকে বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সক। ফলে ওজন হয়েছিল ১০২ কিলোগ্রাম। গ্ল্যামার ইন্ডাস্ট্রির লাইফস্টাইল মেনটেন করা সম্ভব হয়নি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৩:৫৬
Share:

সমীরা রেড্ডি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সমীরা রেড্ডি। বলি পাড়ার এই অভিনেত্রী বহু বার অনস্ক্রিন শরীরী হিল্লোলে দর্শকদের মন জয় করেছেন। দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন তিনি। ২০১৫-এ জন্ম দিয়েছিলেন ছেলে হান্সের। সে সময় নাকি তাঁর ওজন হয়েছিল ১০২ কিলোগ্রাম। সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে শেয়ার করেছেন সমীরা স্বয়ং।

Advertisement

সমীরার কথায়, ‘‘বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানসম্ভবা হয়েছিলাম। ভেবেছিলাম সন্তান জন্মের পরই ফের কাজে ফিরব। কিন্তু চার-পাঁচ মাস আমাকে বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সক। ফলে ওজন হয়েছিল ১০২ কিলোগ্রাম। গ্ল্যামার ইন্ডাস্ট্রির লাইফস্টাইল মেনটেন করা সম্ভব হয়নি।’’

সমীরা জানিয়েছেন, লাইমলাইটে থাকার সমস্যা হল, দর্শক সব সময় নায়িকাদের পারফেক্ট দেখতে পছন্দ করেন। ব্যক্তি জীবনে যা-ই পরিবর্তন হোক না কেন তা নিয়ে ক্যামেরার সামনে যাওয়া যাবে না। “এক সময় আমাকে সেক্সি স্যাম বলা হত। কিন্তু ছেলে হওয়ার আগে বাড়ি থেকে বেরলে লোকে চিনতে পারত না। বলত, এটা কি সমীরা? কনফিউসড লাগত। তার পর ওজন কমিয়েছি। থেরাপির সাহায্য নিয়েছি। নিজেকে বুঝিয়েছি মা হিসেবে, স্ত্রী হিসেবে বা অভিনেত্রী হিসেবে আমি কী চাই’’ শেয়ার করেছেন সমীরা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

২০১৩-এ শেষবার একটি কন্নড় ছবিতে বড় পর্দায় দেখা গিয়েছিল সমীরাকে। তাঁর জীবনে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। আপাতত পরিবার তাঁর কাছে প্রায়োরিটি। কিন্তু ফের তিনি কাজে ফিরবেন বলে জানিয়েছেন আত্মবিশ্বাসী সমীরা।

আরও পড়ুন, ‘তৈমুরকে সর্বক্ষণ নজরে রাখবেন না, ও কিন্তু কোনও সেলিব্রিটি নয়’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement