Sara Khan

অন্য ধর্মে বিয়ে করে লাগাতার কটাক্ষ ও সমালোচনার শিকার সারা খান, অবশেষে উত্তর দিলেন

ভিন্‌ধর্মে বিয়ে করে ‘বিরাট পাপ’ করেছেন সারা? একের পর এক কটাক্ষের মুখে অবশেষে জবাব দিলেন সারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩৭
Share:

(বাঁ দিকে) কৃষ পাঠক, সারা খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি কৃষ পাঠক নামে এক প্রযোজকের সঙ্গে আইনি মতে বিয়ে সারেন অভিনেত্রী সারা খান। হাতে লাল চুড়ি, পরনে নীল চুড়িদার, সিঁথিতে সিঁদুর— এই বেশে দেখা গিয়েছে সারাকে। নেটাগরিকের একাংশ শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। কিন্তু নিন্দকদের বক্তব্য, সারা ভিন্‌ধর্মে বিয়ে করে ‘বিরাট পাপ’ করেছেন। ধর্ম অনুযায়ী, কখনওই এই বিয়ে মেনে নেওয়া যায় না বলে দাবি তাঁদের। এ বার মুখ খুললেন সারা।

Advertisement

৮ অক্টোবর ‘রামায়ণ’ ধারাবাহিক খ্যাত অভিনেতা সুনীল পাঠকের ছেলেকে বিয়ে করেন সারা। তার পর থেকে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হচ্ছে সারাকে। যাঁরা তাঁর ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদের উদ্দেশে সারা বলেন, ‘‘আমি আর কৃষ, একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অন্যের ধর্মেকে ছোট দেখানো নয়, বরং পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতেই শিখিয়েছে আমাদের পরিবার। সে দিক থেকে আমরা একই রকম মানসিকতার মানুষ। আমি তাই কারও সম্মতির ধার ধারি না। আমাদের পরিবার ও দেশের আইনের স্বীকৃতিটাই প্রয়োজন।’’

এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “সকলে এত শুভেচ্ছা কেন জানাচ্ছেন? কৃষ কি সারাকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন? যদি করে থাকেন, তা হলে শুভেচ্ছা জানাব। না হলে এটা বড় ভুল। নিজের ধর্মকে ভাল করে জেনে বিয়েটা করা উচিত। মহিলাদের অন্য ধর্মে বিয়ে করার অনুমতি নেই। যতই যুক্তি দাও, এই বিয়ের কোনও বৈধতা নেই।” তাতে সারার উত্তর, ‘‘ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা একান্তই আমার। আমার আর ঈশ্বরের মাঝে মন্তব্য করার অধিকার কারও নেই। কোনও ধর্মে অন্য ধর্মকে কটু কথা বলা শেখায় না। তাই যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ধন্যবাদ।’’

Advertisement

এর আগেও একটি বিয়ে করেছিলেন অভিনেত্রী। সেটা একটি রিয়্যালিটি শোয়ের অন্দরে ঘটেছিল। যদিও সেই বিয়ে মাসখানেক টিকেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement