Satish Kaushik

দেহভস্ম মিশেছে হরিদ্বারে, হঠাৎ জীবনে দাঁড়ি পড়ায় সতীশের স্বপ্ন এগিয়ে নিয়ে যাচ্ছেন কে?

সতীশের মৃত্যুকে খুন হিসাবে দেখানোর চেষ্টাও চলেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে সে সব খারিজ হয়েছে। এর মধ্যেই সতীশের ভাইপো নিশান্ত প্রকাশ্যে আনলেন প্রয়াত অভিনেতার অপূর্ণ সাধ, ইচ্ছের কথা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:৫৭
Share:

মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে, সতীশের চিতাভস্ম ভাসিয়ে দেওয়া হয়েছে হরিদ্বারের গঙ্গায়। —ফাইল চিত্র

অনেক স্বপ্ন অপূর্ণ রেখেই চলে যেতে হয়েছে ‘মিস্টার ইন্ডিয়া’-র অভিনেতাকে। কন্যা বংশিকাকে প্রতিষ্ঠিত দেখে যেতে চেয়েছিলেন সতীশ কৌশিক। শরীরের যত্নও নিতেন শেষ দিকে, ঠিক সময়ে খাওয়াদাওয়া করতেন— এমনই জানান সতীশের ঘনিষ্ঠ বন্ধুরা। অভিনেতা অনুপম খেরের বিশেষ বন্ধু ছিলেন তিনি। অনুপমই প্রথম চোখের জলে ভেসে সতীশের মৃত্যুর খবর ভাগ করে নেন সমাজমাধ্যমে।

Advertisement

যদিও ৬৬ বছর বয়সে হোলি পার্টিতে নাচার পর ৮ মার্চ রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে সতীশের মৃত্যু বিষয়টিকে জটিল করেছে।

প্রতি দিনই উঠে আসছে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ। মৃত্যুকে খুন হিসাবে দেখানোর চেষ্টাও চলেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে সে সব খারিজ হয়েছে। এর মধ্যেই সতীশের ভাইপো নিশান্ত কৌশিক প্রকাশ্যে আনলেন প্রয়াত পরিচালকের অপূর্ণ সাধ, ইচ্ছের কথা।

Advertisement

নিশান্ত বলেন, “নিজের প্রোডাকশন হাউসটিকে আরও বড় চেহারা দিতে চেয়েছিলেন সতীশ। এটাকে একটা বড় স্টুডিয়োয় রূপান্তরিত করতে চেয়েছিলেন তিনি।”

নিশান্ত জানান, সতীশ তাঁর আত্মজীবনীমূলক কমেডি ছবি ‘কাগজ়’-এর সম্পাদনা করছিলেন। এখন নিশান্ত ‘কাগজ় ২’-এর সম্পাদনার কাজ শেষ করবেন।

নিশান্ত বলেন, “ভবিষ্যতে প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে আমি অনুপম খের এবং বনি কপূরের সাহায্য নেব। তাঁরা পরিবারেই মতো। যদি কোনও প্রয়োজন পড়ে, তাঁদের বলব না কেন?”

নিশান্ত মুখাগ্নিও করেন সতীশের। জানান, তাঁর চিতাভস্ম ভাসিয়ে দেওয়া হয়েছে হরিদ্বারের গঙ্গায়।

গত ৯ মার্চ অকস্মাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সতীশের মৃত্যু হয়েছিল। যদিও তার পর এই মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে। চলতি মাসের ৮ তারিখে দিল্লিতে হোলির পার্টিতে গিয়েছিলেন সতীশ। ছবিও শেয়ার করেছিলেন। সেই রাতেই হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা-পরিচালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন