Bengali Cinema Release 2026

আগামী পুজোয় দেব-জিত মুখোমুখি! সঙ্গী আর কারা? উৎসবে তিনটি না চারটি, ক’টি করে ছবিমুক্তি?

শোনা যাচ্ছে, বছরে তিনটি ছবি প্রযোজনা করবেন দেব। বড়দিন এবং পুজোয় চারটি করে ছবি মুক্তি পেতে পারে বলেও খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫০
Share:

জোটে ফিরছেন জিৎ-দেব? ছবি: সংগৃহীত।

২০২৬-এর বাংলা ছবির ক্যালেন্ডার তৈরির পথে। শনিবার ইম্‌পা (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-এর অফিসে ফের বৈঠকে মুখোমুখি পরিচালক-প্রযোজকেরা। উপস্থিত পিয়া সেনগুপ্ত (সভাপতি), স্বরূপ বিশ্বাস, দেব, শ্রীকান্ত মোহতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রানা সরকার, নীলরতন দত্ত, ফিরদৌসুল হাসান প্রমুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম-কে এ দিন বৈঠকের পরে স্বরূপ বলেন, “উৎসবে দর্শক বড় মাপের ছবিই আশা করেন। তাই উদ্‌যাপনের সময় বড় বাজেটের ছবি রাখার কথাই আলোচনায় বারবার উঠে এসেছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” একই সঙ্গে এ-ও জানিয়েছেন, পুজো এবং বড়দিনের ছবি নির্দিষ্ট হয়ে গিয়েছে। সারা বছরে উৎসবের মরসুম হিসাবে নির্দিষ্ট ১১টি সপ্তাহে বাকি কী কী ছবি আসবে সেটি এখনও আলোচনাসাপেক্ষ।

কোন কোন ছবি আগামী পুজোয় এবং শীতে মুক্তি পেতে চলেছে? উৎসবে বড় মাপের ছবির বাজেট কত?

Advertisement

স্বরূপ বিষয়টি খোলসা না করলেও সূত্রের খবর, পুজো এবং বড়দিনে তিনটির বদলে চারটি ছবিমুক্তি ঘটতে পারে। বাকি সময়ে তিনটি করেই ছবিমুক্তির সম্ভাবনা রয়েছে। দেব সম্ভবত ২০২৬-এ তিনটি ছবি প্রযোজনার কথা ভাবছেন। স্বাধীনতা দিবস, পুজো এবং বড়দিনে তাঁকে দেখা যেতে পারে। সব ঠিক থাকলে এ বছরের পুজোয় দেব আর জিৎ মুখোমুখি হবেন। এঁদের সঙ্গে আর কারা থাকবেন? পুজোয় দেব-জিৎ ছাড়াও থাকতে পারেন শ্রীকান্ত মোহতা, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শীতে দেবের সঙ্গী রানা সরকার, নীলরতন দত্ত, ফিরদৌসুল হাসান।

একই ভাবে, এই বৈঠকেও উৎসবের জন্য ২ কোটি টাকার বাজেটের ছবি তৈরির দিকেই পাল্লাভারী। যদিও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement