ডাগ-আউট ২

গত আনন্দplus-এ পরিচালকদের নিয়ে প্রচ্ছদ কাহিনি ‘৫ অঙ্ক’ নিয়ে হইচই টলিউডে। যে পরিচালকেরা এখন ‘প্রথম পাঁচ’ য়ে নেই অথচ কাছেপিঠেই, সেই লিস্টও বার করা হয়েছিল সেদিন। কিন্তু কয়েকটি নাম বাদ চলে যায়। তাই ডাগ আউট ২গত আনন্দplus-এ পরিচালকদের নিয়ে প্রচ্ছদ কাহিনি ‘৫ অঙ্ক’ নিয়ে হইচই টলিউডে। যে পরিচালকেরা এখন ‘প্রথম পাঁচ’ য়ে নেই অথচ কাছেপিঠেই, সেই লিস্টও বার করা হয়েছিল সেদিন। কিন্তু কয়েকটি নাম বাদ চলে যায়। তাই ডাগ আউট ২

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০১:৪৮
Share:

Advertisement

অভিজিৎ গুহ-সুদেষ্ণা রায়

Advertisement

ইন্ডাস্ট্রিতে নিয়মিত কম বাজেটে ভাল ছবি করে চলেছেন এঁরা দু’জন। প্রথম দিককার ছবিগুলো একেবারেই চলেনি। তবে ‘হারকিউলিস’ থেকে সময় পাল্টেছে। একটি ছবি ইন্ডিয়ান প্যানোরমাতেও স্থান পেয়েছে।

অতনু ঘোষ

ইন্ডাস্ট্রি মনে করে তিনি অত্যন্ত প্রতিভাবান। বছর শেষে ‘অ্যাবি সেন’ বলে তাঁর পরবর্তী ছবি মুক্তি পেতে চলেছে। তবে পরিচালক হিসেবে অতনুর নিজের ইমেজ মেক ওভারের দরকার আছে।

প্রথম ছবিতেই ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ডেবিউ প্রাইজ পেয়ে চমকে দিয়েছেন আদিত্য। মারাক্কেশ ফিল্ম ফেস্টিভ্যালেও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল হইচই ফেলেছে সিনেমামহলে।

তসলিমা নাসরিনের জীবনের দ্বারা অনুপ্রাণিত ছবি ‘নির্বাসিত’ বানিয়ে প্রথম ছবিতে সেরা আঞ্চলিক ছবির জাতীয় পুরস্কার পেয়েছেন চূর্ণী।

এই সংক্রান্ত অন্যান্য খবর:

ডাগ আউট ১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement