Entertainment News

বিতর্কের মধ্যেই বিয়ে হয়ে গেল মিঠুনের ছেলে মহাক্ষয়ের

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছরের ৭ জুলাই নাকি বিয়ে করবেন মহাক্ষয় ওরফে মিমো। কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েন মিঠুনের বড় ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৬:০৭
Share:

বিয়ের আসরে মহাক্ষয়। ছবি: টুইটারের সৌজন্যে।

বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়। মঙ্গলবার দীর্ঘ দিনের বান্ধবী মাদালসা শর্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মহাক্ষয়ের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।

Advertisement

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছরের ৭ জুলাই নাকি বিয়ে করবেন মহাক্ষয় ওরফে মিমো। কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েন মিঠুনের বড় ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী।

সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির রোহিণী আদালতে মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। ইন্ডিয়া টুডে-র প্রকাশিত খবর অনুযায়ী, আদালতের নির্দেশেই এফআইআর দায়ের হয়েছিল। যদিও এ বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শোনা গিয়েছিল, বিয়ে বাতিল হয়ে গিয়েছিল মহাক্ষয়ের।

Advertisement

আরও পড়ুন, বহু বছর পর শাহরুখকে এই কাজের অনুমতি দিলেন গৌরী!

তবে এ দিন বলি মহলের কিছু সূত্র জানাচ্ছে, বিয়ে নাকি সে দিন মোটেই বাতিল হয়নি। রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও পালন হয়েছে। শুধু অতিথি তালিকা ছোট করা হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement