Entertainment News

‘ঝাঁসি কি রানি’-র সেই লক্ষ্মীবাঈকে এখন চেনা দায়

চোখে-মুখে আগুনের তেজ, চোখা চোখা সংলাপ, হাতের খোলা তলোয়ার যেন বিদ্যুতের বেগে ছুটছে— এমনই অবতারে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেছিলেন রানি লক্ষ্মীবাঈ, থুড়ি উল্কা গুপ্ত। সেই ধারাবাহিকের পর কেটে গিয়েছে ৬ বছর। এখন কেমন দেখতে সেই উল্কাকে? দেখলে চিনতে পারবেন তো?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১১:১২
Share:
০১ ০৯

চোখে-মুখে আগুনের তেজ, চোখা চোখা সংলাপ, হাতের খোলা তলোয়ার যেন বিদ্যুতের বেগে ছুটছে— এমনই অবতারে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেছিলেন রানি লক্ষ্মীবাঈ, থুড়ি উল্কা গুপ্ত। সেই ধারাবাহিকের পর কেটে গিয়েছে ৬ বছর। এখন কেমন দেখতে সেই উল্কাকে? দেখলে চিনতে পারবেন তো?

০২ ০৯

আবির্ভাবেই অভিনয় প্রতিভায় তাক লাগিয়ে দিয়েছিলেন উল্কা।

Advertisement
০৩ ০৯

তবে এই সুযোগ কিন্তু সহজে পাননি উল্কা। চাপা গায়ের রঙের জন্য প্রথমদিকে অনেক অফার হাতছাড়া হয়েছিল তাঁর।

০৪ ০৯

১৯৯৭-এর ১২ এপ্রিল মুম্বইয়ে জন্ম উল্কার। যদিও তাঁদের আদি বাড়ি বিহারে। উল্কার দিদি ও বাবা দু’জনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত।

০৫ ০৯

উল্কার প্রথম মনে রাখার মতো অভিনয় ‘ঝাঁসি কি রানি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের জন্য অশ্বারোহন থেকে তলোয়ার চালানো সবটাই শিখেছিলেন তিনি।

০৬ ০৯

শুধু তাই নয়, নির্ভুলভাবে সংস্কৃত শ্লোক বলার জন্য শিখেছিলেন সংস্কৃত ভাষাও।

০৭ ০৯

এখন অবশ্য সেই লক্ষ্মীবাঈয়ের সঙ্গে কোনও মিল পাওয়া যাবে না আজকের উল্কার। শোনা গিয়েছিল, কর্ণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডেও নাকি এন্ট্রি নেবেন উল্কা।

০৮ ০৯

অবশ্য এ ঘটনাকে নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। এখনও ধারাবাহিকে অভিনয় করছেন চুটিয়ে।

০৯ ০৯

তবে দক্ষিণী ছবিতে এরমধ্যেই নায়িকা হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তেলুগু ছবি ‘আধরা পরি’ এবং তামিল ছবি ‘রুদ্রমাদেবী’তে অভিনয় করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement