এই দেখো আমি

কখন কোথায় কেমন আছেন জানিয়ে দিন সেলফি-তে। এটাই এখন ফ্যাশন। লিখছেন অরিজিৎ চক্রবর্তী।সেলফি। টাইম ম্যাগাজিনের মতে ২০১২-র অন্যতম ‘বাজ় ওয়ার্ড’। অক্সফোর্ড ডিকশনারির ২০১৩-র ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’।

Advertisement
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৪ ০৩:৫৫
Share:

দু’ঘণ্টা জিমের পর আয়নায় তোলা সোনাক্ষী সিংহের সেলফি। ছবি ট্যুইটারে।

সেলফি। টাইম ম্যাগাজিনের মতে ২০১২-র অন্যতম ‘বাজ় ওয়ার্ড’। অক্সফোর্ড ডিকশনারির ২০১৩-র ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’।

Advertisement

এক মিনিট, এক মিনিট, এক মিনিট... ‘সেলফি’ জিনিসটা কী?
ডিকশনারি অনুযায়ী সেলফি হল, ‘স্মার্টফোন বা ওয়েবক্যামে তোলা নিজের কোনও ছবি, যা আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে’।

Advertisement

ওহ্, জেন ওয়াই-য়ের আর এক উপদ্রব!

উঁহু, ভুল করলেন। শুধু জেন ওয়াই নয়। সেলফিতে মেতেছেন অনেকেই বারাক ওবামা থেকে ব্র্যাড পিট, পোপ ফ্র্যান্সিস থেকে ডেভিড ক্যামেরন...

নতুন ট্রেন্ড?

না, টেকনিক্যালি ঠিক নতুন বলা যাবে না। ১৮৩৯-এ সেই সময়ের বিখ্যাত ফোটোগ্রাফার রবার্ট কর্নিলিয়াস-কে সেলফি-র জনক বলা যায়।

ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে এক সমর্থক। সেখানেও সেলফি

সে তো ১৭৫ বছর আগে!

হ্যাঁ। এডওয়ার্ডিয়ান যুগেও নিজের ছবি তোলার চল হয়েছিল। তবে ‘সেলফি’ শব্দটার ব্যবহার তখনও শুরু হয়নি। ‘সেলফি’ শব্দটা শোনা যেতে শুরু করে ২০০২-এর শেষের দিকে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে শব্দটাকে অস্ট্রেলীয় বলা হয়েছে।

কিন্তু সেলফি নিয়ে এত হৈচৈ কেন?
নিজের ছবি তুলতে কে না চায়! আগে ক্যামেরার লেন্স আর ডিসপ্লে ছিল বিপরীত দিকে, তাই নিজের ছবি তুলতে হলে আন্দাজ বা ট্রাইপডের উপর ভরসা করতে হত। স্মার্টফোন এসে, বিশেষ করে সামনের দিকের ক্যামেরায় ছবি তোলার কোনও অসুবিধাই থাকল না। ফলে নিজেকে কেমন দেখাচ্ছে সেটা লোককে দেখানো আরও সহজ হয়ে গেল। তবে আর একটা কারণও আছে, নিজের লোকেশন জানানো। মানে, ‘এই দ্যাখো আমি আইফেল টাওয়ারের সামনে’, ‘এই আমি সিনেমা দেখতে ঢুকছি’, ‘এখন আমি মহাকাশে’র সগর্ব ঘোষণা...

শুধুই নিজের ছবি?
না না, তা কেন! বন্ধুরা মিলেও সেলফি তোলা যায়। যাকে বলে গ্রুপ সেলফি। নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় গিয়ে বারাক ওবামা, ডেভিড ক্যামেরন আর হেলি থরনিং-স্মিড যেমন তুলেছিলেন। কিংবা ধরুন, এ বছরের অস্কারে তোলা এলেন ডিজেনর্স-ব্র্যাডলি কুপারের সেলফি।

জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় তিন রাষ্ট্রপ্রধান

গুজবে আছে অস্কারের সেলফি-টা আসলে স্যামসুংয়ের প্রোডাক্ট প্লেসমেন্ট?

নো কমেন্টস্।

আচ্ছা, এ তো সবই বিদেশের কথা। ভারতে সেলফি নিয়ে কোনও মাতামাতি নেই?

অবশ্যই আছে। এই রকম বাজ় স্বাভাবিক ভাবে পশ্চিম থেকেই আসে। তবে এখানেও প্রিয়ঙ্কা চোপড়া থেকে সোনাক্ষী সিংহ, বিরাট কোহলি থেকে সানিয়া মির্জা অনেকেই নিয়মিত ট্যুইটার-ইন্সটাগ্র্যামে সেলফি আপলোড করছেন। এই তো আনন্দplus-এর ফোটোশু্যট থেকে ফেরার পথে মিমি চক্রবর্তীও সেলফি পোস্ট করেছেন ট্যুইটারে।

মহাকাশ অভিযাত্রী আকি হোসিদে-র তোলা সেলফি

আমিও পারব?

অবশ্যই। একবার ইন্সটাগ্র্যামে ঢুঁ মেরে দেখুন না। এক রিপোর্টে তো বলছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারত থেকে গত এক বছরে ইন্সটাগ্র্যামে আপলোড করা ছবির মধ্যে ৬০ শতাংশই সেলফি।

সেলফি তোলার কোনও টিপস?

প্রথমেই লোকেশন ঠিক করুন। ফোনের সামনের ক্যামেরায় ফ্লাশ পাবেন না। তাই যথেষ্ট আলো আছে এমন জায়গায় দাঁড়ান। যে ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেটা যেন আলোর উৎসের অন্য দিকে হয়। এ বার ফোনটাকে মুখের সামনে তুলে ধরুন। বিশেষজ্ঞরা বলেন চোখের সামনাসামনি থেকে একটু নামিয়ে, মানে আই লেভেলের সামান্য নীচে ক্যামেরাকে রাখতে। এর পর ফোনকে একটু হেলিয়ে ধরুন, তা হলে বেশ একটা ‘লার্জার দ্যান লাইফ’ ছবি হবে। এর পর একটা পোজ দিন। ‘ডাক ফেস’ কিন্তু এখন একদম চলছে না। পোজ ঠিক হয়ে গেলে ফোনকে না নাড়িয়ে ক্লিক করুন। মনে রাখবেন, আই ফোনে ছবি ওঠে ক্যামেরা বাটন ছাড়লে, টাচ করলে নয়। সব থেকে ভাল হয়, ভলিউম বাটন চাপলে। অভিজ্ঞরা বলেন, ওতে ক্যামেরা সব থেকে কম নড়বে।

হেলফি: চুলের স্টাইলের সেলফি

বেলফি: শুধু পশ্চাদ্দেশের সেলফি

ওয়েলফি: জিমে তোলা সেলফি

ড্রেলফি: মদ্যপান করে তোলা সেলফি

• ভাল ব্যাকগ্রাউন্ড বেছে নিন

• অনেকগুলো ছবি তুলে রাখুন

• আশপাশটা দেখে নিন, যাতে কেউ ফোটোবম্ব না করতে পারে

• ‘ডাক ফেস’। মানে দম আটকে মুখ সরু করা

• শরীরের পুরোটা দেখালে ঠিক আছে। অন্য অংশ নয়

• অচেনা লোকের সামনে সেলফি

এখন তো অনেক কাজ অ্যাপস-এ হয়। সেলফি-র জন্য কোনও অ্যাপস নেই?

আছেই তো। ক্যামমি, সেলফি.আইঅ্যাম, ফেসটিউন, এভরিডে... অনেক অ্যাপস আছে। এগুলো ছাড়া ইন্সট্যাগ্রাম, স্ন্যাপচ্যাট-এর মতো ফোটোশেয়ারিং অ্যাপস তো আছেই। স্ন্যাপচ্যাটে আবার বিশেষ ‘ও’কে কোনও দুষ্টু সেলফি পাঠাতে পারেন। সে দেখে নেওয়ার কয়েক সেকেন্ড পরেই স্ন্যাপচ্যাটে সে ছবি নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

কোনও সাবধানবানী?
ফোটোবম্ব!

সেটা আবার কী?

ফোটোবম্ব হল এমন কিছু যা আচমকা আপনার সেলফিতে এসে পড়ে। রাস্তার হাজারো বিপদ থেকে শুরু করে মজা করে কোনও বন্ধুর ঢুকে পড়া হতে পারে। যেমন, এ বছর অস্কারের রেড কার্পেটে ‘ইউ টু’ ব্যান্ডের ছবির মধ্যে ঢুকে পড়েছিলেন বিবিসি-র ‘শার্লক’ সিরিজের বেনেডিক্ট কাম্বারবাখ।

এ বার...

সেলফি তুলে ইন্সট্যাগ্রামে দিয়ে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন