Shabana Azmi

মেয়ে সিপারাকে নিয়ে এখন থেকেই সাবধান থাকতে হবে, কেন আরবাজ়কে আগাম সতর্ক করলেন শাবানা?

৫ অক্টোবর কন্যাসন্তানের বাবা হয়েছেন আরবাজ় খান। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শাবানা আজ়মি। কিন্তু আগাম সতর্কবার্তাও দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:০৬
Share:

আরবাজকে কোন উপদেশ দিলেন শাবানা? ছবি: সংগৃহীত।

সদ্য কন্যাসন্তানের বাবা হয়েছেন আরবাজ় খান। দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে এই প্রথম সন্তান তাঁর, নাম রেখেছেন সিপারা। আরবাজ়কে বাবা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন শাবানা আজ়মি। সেই সঙ্গে দিলেন আগাম সতর্কবার্তাও। কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?

Advertisement

২০১৬ সালে মলাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল আরবাজ়ের। ২০২৩ সালে রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করেন তিনি। গত বছর থেকেই শুরু হয়েছিল আরবাজ় ও সুরার সন্তান হওয়ার জল্পনা। অবশেষে চলতি বছরে জানা যায়, তাঁদের ঘরে আসছে খুদে সদস্য। লক্ষ্মীপুজোর এক দিন আগে কন্যাসন্তানের জন্ম দেন সুরা। হাসপাতাল থেকে মেয়েকে নিজে কোলে করে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন আরবাজ়। তার পর থেকে বাড়ির বাইরে সে ভাবে দেখা যায়নি আরবাজ়কে। এই মুহূর্তে বাবার কর্তব্য পালনে ব্যস্ত অভিনেতা।

এর মাঝেই আরবাজ়-সুরাকে শুভেচ্ছা জানিয়ে শাবানা লেখেন, ‘‘মেয়ে এ বার তোমাকে কেমন এক আঙুলে নাচায় দেখ! হবে নাই বা কেন, মেয়েরা তার বাবার সঙ্গে এমনটা করবেই।’’ শাবানার শুভেচ্ছাবার্তায় পাল্টা আরবাজ় লেখেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ওর কথায় নাচতে পারি। শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement