Shah Rukh Khan

অনিদ্রা নেই, তবু রাতে ঘুমোতে পারেন না শাহরুখ! নেপথ্য কারণ জানালেন শিবা আকাশদীপ

একটা সময় খুব কাছ থেকে দেখেছেন শাহরুখকে। সেই শিবা জানালেন, রাতে নাকি ঘুমোতে পারেন না অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৪
Share:

রাতে শাহরুখের ঘুম না হওয়ার কারণ জানালেন শিবা। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের মতো তারকার বন্ধু নেই! অনুরাগীদের কাছে এ যেন রীতিমতো হৃদয়বিদারক। যদিও তাঁর ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুদের তালিকায় রয়েছেন সলমন খান, কাজল, জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন এবং কর্ণ জোহর। পরিচালক রাজকুমার হিরানি ও ফারহা খানের সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তাঁর। কিন্তু পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন নব্বইয়ের দশকের অভিনেত্রী শিবা আকাশদীপ। একটা সময় খুব কাছ থেকে দেখেছেন তাঁকে। সেই শিবা জানালেন, রাতে নাকি ঘুমোতে পারেন না শাহরুখ।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের পুরনো বন্ধু শিবা বলেন, ‘‘শাহরুখকে কাছ থেকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে। এমন এক চৌম্বকীয় ব্যক্তিত্ব তাঁর। ও নিজের চারপাশে একটা উষ্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে। ’’

একটা সময় শিবার বাড়িতে যাতায়াত ছিল শাহরুখের। অভিনেত্রীর কথায়, ‘‘আমরা যখন শো করতে যেতাম, তখন তিনি আমার বাড়িতে এসে থাকতেন। এখনও যখন তিনি দেখা করেন, তখনও এত ভালবাসা, স্নেহ এবং শ্রদ্ধার সঙ্গে দেখা করবেন যে আপনি তাঁর প্রশংসা না করে থাকতে পারবেন না। ঘরের বাইরে থাকলেও, আপনাকে লক্ষ্য করতে পারলে ছুটে আসবেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আপনার সঙ্গে দেখা করবেন। খুব ভাল ভদ্রলোক, খুব ভদ্রলোক।” শাহরুখ নাকি মুম্বইয়ে পা রেখেই বুঝে গিয়েছিলেন, তিনি তারকা হতে চলেছেন। তবে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। শিবা বলেন, ‘‘ ভীষণ পরিশ্রমী, নিজের কাজের প্রতি অসম্ভব মনোযোগী। তাঁকে সারা রাত কাজ করতে দেখেছি। রাতে ঘুমোতেন না, কারণ তিনি তাঁর কাজ নিয়ে এত মগ্ন থাকতেন। এত কাজ করার পরেও, কাজের প্রতি এখনও শিশুসুলভ উৎসাহ রয়েছে তাঁর মধ্যে, এটা অসাধারণ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement