শাহরুখের ছবিতে একের পর এক গান গেয়ে তাঁর মাথা ঘুরে যায়! কেন? মুখ খুললেন অভিজিৎ

শাহরুখ খানের সঙ্গে অভিজিৎ ভট্টাচার্যের মতানৈক্য বলিউডে চর্চার বিষয়। এ বার অভিনেতাকে নিয়ে মন্তব্য করলেন গায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫৪
Share:

(বাঁ দিকে) অভিজিৎ ভট্টাচার্য, শাহরুখ খান। —ফাইল ছবি।

গায়ক অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে শাহরুখ খানের মতানৈক্য বিভিন্ন সময়ে চর্চায় উঠে এসেছে। অনুরাগীরা চাইলেও দুই শিল্পীর মধ্যে সুসম্পর্ক নেই বলেই শোনা যায়। বিষয়টি নিয়ে তাঁর মনোভাব ব্যক্ত করেছেন অভিজিৎ।

Advertisement

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে অভিজিতের কাছে জানতে চাওয়া হয় যে তিনি কেন শাহরুখের ছবিতে গান গাইছেন না। উত্তরে অভিজিৎ মজা করে বলেন, ‘‘মতের অমিল হতেই পারে। কারণ তা না হলে ‘লুঙ্গি ডান্স’ গানটাও তো হত না!’’ তবে তাঁদের সম্পর্ক নিয়ে ট্রোলারদের মন্তব্যে অভিজিৎ যে বিরক্ত, সে কথাও স্পষ্ট করেন গায়ক।

এক সময় শাহরুখের ছবিতে গান গেয়েই খ্যাতির শীর্ষে চলে আসেন অভিজিৎ। তিনি জানান, শাহরুখের হাত ধরে সাফল্যের স্বাদ পাওয়ার পর তাঁর কাণ্ডজ্ঞান হারিয়েছিল। গায়ক বলেন, ‘‘‘ইয়েস বস্’-এর পর আমার মাথা ঘুরে গিয়েছিল। বেছে কাজ করছিলাম, ভাল গান নির্বাচন করছিলাম। এমনকি কাজ কমানোর জন্য মিথ্যা কথাও বলতাম। কিন্তু ‘শাহরুখের কণ্ঠ’ হিসাবে আমি খুবই খুশি ছিলাম।’’

Advertisement

অভিজিৎ আরও জানান, শাহরুখের জন্য গান গাওয়ার পর সেই সময় তিনি অন্য তারকাদের জন্য গান গাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলেন। গায়কের যুক্তি, ‘‘আমি অন্য গানের প্রস্তাব ফিরিয়ে দিতাম। কিন্তু শাহরুখের জন্য গানের প্রস্তাব আসতেই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম।’’ শাহরুখের ‘বাদশা’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘চলতে চলতে’, ‘অশোকা’-সহ একাধিক ছবিতে গান গেয়েছেন অভিজিৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement