Shah Rukh Khan

জন্মদিনে ক্ষমা চাইলেন শাহরুখ! কেন বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ তাঁকে?

শনিবার রাত বারোটা থেকে শাহরুখকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান দেশ-বিদেশের অনুরাগীরা। রবিবার সন্ধে হতেই শাহরুখ তাঁর সমাজমাধ্যমে জানান, তিনি বাইরে আসতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:৪৫
Share:

ভক্তদের সামনে আসছেন না শাহরুখ। ছবি: সংগৃহীত।

ফের হতাশ অনুরাগীরা। জন্মদিনে দেখা দেবেন না শাহরুখ খান। ৬০তম জন্মদিনে বলিউডের বাদশার দেখা পাওয়ার আশায় অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেই আশাভঙ্গ করলেন শাহরুখ নিজেই। জানালেন নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসবেন না তিনি।

Advertisement

শনিবার রাত বারোটা থেকে শাহরুখকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান দেশ-বিদেশের অনুরাগীরা। রবিবার সন্ধে হতেই শাহরুখ তাঁর সমাজমাধ্যমে জানান, তিনি বাইরে আসতে পারবেন না। শাহরুখ লেখেন, “প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারব না। যে অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাঁদের শুভেচ্ছাও জানাতে পারব না। আপনাদের সকলের কাছে আমি গভীর ভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেওয়া হয়েছে।”

শাহরুখের বিশ্বাস, তাঁর পরিস্থিতি বুঝতে পেরেছেন অনুরাগীরা। তাই তিনি লেখেন, “আমাকে বোঝার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করে ছিলাম। ভেবেছিলাম, আপনাদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেব আজ। আপনাদের সত্যিই খুব ভালবাসি।”

Advertisement

বছর দুয়েক আগেও শাহরুখের জন্মদিনে ‘মন্নত’-এর সামনে উপচে পড়া ভিড় ছিল। মধ্যরাতে ছাদে উঠে দু’পাশ দুই হাত ছড়িয়ে দিয়ে ‘সিগনেচার পোজ়’ দিতেন তিনি। অগুনতি ভক্তসমাগম এবং তাঁদের পাগলামি চাক্ষুষ করতেন। কিন্তু গত বছর থেকেই সেই ধারায় ইতি পড়েছে। গত বছরও নিরাপত্তার জন্য জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। এ বারও সেই একই ধারা বজায় থাকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement