৫০ বছরে এসে স্নাতক হলেন শাহরুখ!

অবশেষে ৫০ বছর বয়সে স্নাতক হলেন বলিউড বাদশা শাহরুখ খান। অবাক হচ্ছে তো? কিন্তু এটা সত্যি। তবে তা খাতায় খলমে। বিষয়টা ঠিক কী?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৪
Share:

অবশেষে ৫০ বছর বয়সে স্নাতক হলেন বলিউড বাদশা শাহরুখ খান। অবাক হচ্ছে তো? কিন্তু এটা সত্যি। তবে তা খাতায় খলমে।

Advertisement

বিষয়টা ঠিক কী?

২৮ বছর আগে দিল্লির হনসরাজ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই ডিগ্রি পেলেন গত মঙ্গলবার।

Advertisement

গতকাল তাঁর আসন্ন ছবি ‘ফ্যান’-এর #ফ্যানঅ্যান্থেম প্রকাশ অনুষ্ঠানে দিল্লি গিয়েছিলেন নায়ক। সে সময় কলেজে গিয়ে নিজে হাতে ওই সার্টিফিকেট নেন তিনি। ডাউন মেমরি লেনে হেঁটে শাহরুখ বললেন, ‘‘১৯৮৮ সালে কলেজ ছেড়েছি। আবার ফিরলাম। এটা আমার কাছে খুব স্পেশাল মুহূর্ত। আমার বাচ্চাদের সঙ্গে নিয়ে আসতে পারিনি। এরা থাকলে কলেজের প্রত্যেকটা কোণ ঘুরিয়ে দেখাতাম।’’

হনসরাজ কলেজের প্রিন্সিপাল রামা শর্মা জানিয়েছেন, ‘‘এত দিন আমরা যত্ন করে এই ডিগ্রি রেখে দিয়েছিলাম। এ বার শাহরুখের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে।’’

আরও পড়ুন

কাজলের জাদুতে মুগ্ধ শাহরুখ খান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement