টুইটে বিমান দুর্ঘটনার গুজব ওড়ালেন শাহরুখ

সেলেবদের ক্ষেত্রে মৃত্যুর গুজব নতুন নয়। দিন কয়েক আগে শাহরুক খানের সম্বন্ধে এ হেন গুজব ছড়িয়েছিল বিদেশী মিডিয়ায়। টুইট করে সে গুজব উড়িয়েছেন স্বয়ং কিঙ্গ খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ২০:০৬
Share:

সেলেবদের ক্ষেত্রে মৃত্যুর গুজব নতুন নয়। দিন কয়েক আগে শাহরুক খানের সম্বন্ধে এ হেন গুজব ছড়িয়েছিল বিদেশী মিডিয়ায়। টুইট করে সে গুজব উড়িয়েছেন স্বয়ং কিঙ্গ খান।

Advertisement

ইউরোপের একটি সংবাদমাধ্যমে একটি ভুয়ো খবর প্রচারিত হয়েছিল শাহরুখ খান নাকি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন! টুইট করে খোদ শাহরুখ জানিয়েছেন, দুর্ঘটনায় তিনি পড়েছিলেন। তবে সেটা বিমান দুর্ঘটনা নয়। ইমতিয়াজ আলির একটি ছবির শুটিং চলাকালীন সেটের ছাদ ভেঙে পড়ে। তাতে দু’জন আহত হন। তবে শাহরুখের কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন: চৌরঙ্গি লেনে হাতেখড়ি মায়ের, ম্যাকলাস্কিগঞ্জে যাত্রা শুরু কঙ্কনার

Advertisement

একটি মজার ছবি টুইট করে শাহরুখ তাঁর ভক্তদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন সেটে দুর্ঘটনার জেরে শুটিং কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি ফের শুরু হবে শুটিং।! & !

একটি মজার ছবি টুইট করে শাহরুখ তাঁর ভক্তদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন সেটে দুর্ঘটনার জেরে শুটিং কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি ফের শুরু হবে শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement