Entertainment News

আব্রামের সঙ্গে একান্তে শাহরুখ, শেয়ার করলেন ছবি

বয়স মাত্র তিন বছর। এর মধ্যেই ক্যামেরার সামনে নানা কায়দায় পোজ দিতে ভালবাসে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। কখনও বাবার ইন্টারভিউ চলাকালীনই মাঝপথে ঢুকে পড়ে ছবি তোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৮
Share:

সঙ্গী যখন আব্রাম। ছবি: টুইটারের সৌজন্যে।

বয়স মাত্র তিন বছর। এর মধ্যেই ক্যামেরার সামনে নানা কায়দায় পোজ দিতে ভালবাসে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। কখনও বাবার ইন্টারভিউ চলাকালীনই মাঝপথে ঢুকে পড়ে ছবি তোলে। কখনও বিমানবন্দরে বাবা কোলে নিয়ে ক্যামেরার সামনে না এলে তার রাগ হয়। এ হেন আব্রামকে এখনও অনেকটা সময় দিতে পারছেন শাহরুখ। এমনিতেই শুটিংয়ে অবসরে সন্তানদের সঙ্গে সময় কাটানো বলি বাদশার পছন্দ। কিন্তু কাজের চাপে তা হয়েও ওঠে না অনেকসময়। তবে আপাতত বেশ রিল্যাক্স মুডে রয়েছেন শাহরুখ। অনেক বাধা পেরিয়ে সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘রইস’। বক্স অফিসে এখনও পর্যন্ত ভালই ব্যবসা করেছে ছবিটি। সব মিলিয়ে এখন বাড়িতে অনেকটা সময় দিতে পারছেন নায়ক। ছেলের সঙ্গে ছবিও তুলছেন বিভিন্ন পোজে। আর তা সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করছেন নিজেই।

Advertisement

আরও পড়ুন, এই শিশুটি এখন নায়ক, বলুন তো ইনি কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement