Shah Rukh Khan

‘মন্নত’-এ অন্ধকার! তবে দীপাবলিতে লক্ষ্মীপুজো করলেন শাহরুখ-গৌরী, দিলেন কোন বার্তা?

আলো ঝলমলে পার্টি নয়, মুম্বইয়ের পালি হিল এলাকায় একটি ভাড়াবাড়িতে রয়েছেন শাহরুখ খান। তবু ছোট করে উদ্‌যাপন করেছেন দীপাবলি। বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন তারকা-পত্নী গৌরী খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৪১
Share:

শাহরুখ ও গৌরীর দীপাবলি উদ্‌যাপন। ছবি: সংগৃহীত।

এ বছর ‘মন্নত’ আলোয় ঝলমল করছে না। এমনিতেই প্রতি বছর বান্দ্রার এই সমুদ্রমুখী বাংলোয় বড় করে দীপাবলি উদ্‌যাপন করেন শাহরুখ খান। কিন্তু এ বছরটা তা হচ্ছে না। শাহরুখ খান সপরিবারে পালি হিলের একটি ভাড়াবাড়িতে রয়েছেন। তবু ছোট করে উদ্‌যাপন করেছেন। বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন তারকা-পত্নী গৌরী খান।

Advertisement

শাহরুখ দীপাবলির মধ্যরাতে গৌরী খানের ছবি দিয়ে লেখেন, ‘‘শুভ দীপাবলি সকলকে। মালক্ষ্মী আপনাদের সকলকে উন্নতি ও সমৃদ্ধি দিক। সকলকে আলোর উৎসবের শুভেচ্ছা। সকলের জীবনে শান্তি আসুক, এই কামনা করি।’’ এমনিতে সময় ভাল যাচ্ছে শাহরুখের। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। বলিউডে আত্মপ্রকাশ করেছেন ছেলে আরিয়ান। মেয়ে সুহানা আগামী ছবির প্রস্তুতি শুরু করেছেন, সেখানেও দেখা যাবে শাহরুখকে। এককথায় ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন কিং খান। তবু দীপাবলিতে আলো জ্বলবে না ‘মন্নত’-এ। কারণ, এই মুহূর্তে গোটা ‘মন্নত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। এ ছাড়াও বাড়ির অন্দরসজ্জায় আমূল পরিবর্তন আনছেন গৌরী খান। মাস ছয়েক ধরেই চলছে সংরক্ষণের কাজ। আরও ঠিক কতদিন লাগবে কিংবা ফের কবে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাড়ির ছাদে দেখা যাবে শাহরুখকে? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement