Entertainment News

সলমনকে এই ‘চোখে’ দেখেন শাহরুখ!

আগামী ইদেই মুক্তি পাচ্ছে সলমনের পরবর্তী ছবি ‘টিউবলাইট’। সেখানে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিঙ্গ খানকে। সম্প্রতি সাংবাদিকদের শাহরুখ বলেন, ‘‘সলমন আমার কাছে ভাইয়ের থেকেও বেশি।’’ সে কারণেই নাকি ছোট চরিত্রেও কাজ করতে রাজি হয়েছিলেন নায়ক...

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ১৩:২৩
Share:

সলমনকে বন্ধু বললেন শাহরুখ। ফাইল চিত্র।

শাহরুখ খান-সলমন খানের সম্পর্ক ঠিক কেমন? এ প্রশ্ন সিনে দুনিয়ায় চিরকালীন। দুই খানের সম্পর্কের ওঠা পড়া নিয়ে বহু গসিপও চালু রয়েছে ইন্ডাস্ট্রিতে। কখনও রাগ, কখনও অভিমান, কখনও বা বন্ধুত্ব। তবে পেশার লড়াই তো থাকবেই। এত সবের পরেও সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং শাহরুখ।

Advertisement

আরও পড়ুন, পাকিস্তানের ইদে ‘টিউবলাইট’ জ্বলবে না!

আগামী ইদেই মুক্তি পাচ্ছে সলমনের পরবর্তী ছবি ‘টিউবলাইট’। সেখানে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিঙ্গ খানকে। তারই প্রচারে সম্প্রতি সাংবাদিকদের শাহরুখ বলেন, ‘‘সলমন আমার কাছে ভাইয়ের থেকেও বেশি।’’ সে কারণেই নাকি ছোট চরিত্র হলেও শুধুমাত্র সলমনের ছবি বলেই কাজ করতে রাজি হয়েছিলেন নায়ক।

Advertisement

যদিও শাহরুখের এই উত্তর শুনে মুচকি হাসছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। তাঁদের প্রশ্ন, এ তো নেহাতই সৌজন্য। একই ইন্ডাস্ট্রির দুই তারকা সত্যিই কি কোনওদিন বন্ধু হতে পারেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement