Pathaan Box Office Of Collection

‘পাঠান ঝড়’ অব্যাহত, ৪ দিনে ছবির বিশ্বব্যাপী ব্যবসার পরিমাণ ৪২৯ কোটি টাকা!

তৃতীয় দিনে বক্স অফিসে ‘পাঠান’-এর ব্যবসার পরিমাণ কমেছিল। চতুর্থ দিনে ফের স্বমিহমায় শাহরুখের ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:৪১
Share:

চতুর্থ দিনে স্বমহিমায় ‘পাঠান’, বক্স অফিস রিপোর্টে নজির গড়ল এই ছবি। ছবি: সংগৃহীত।

ব্লকবাস্টারের তকমা মুক্তির দিনই পেয়ে গিয়েছিল ‘পাঠান’। মুক্তির পর সবে চার দিন পেরিয়েছে। এ দিকে নিত্যনতুন নজির গড়ছে শাহরুখ খান অভিনীত এই ছবি। চার বছর পর ‘পাঠান’ ছবিটি দিয়েই রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বাদশার। প্রথম দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি টাকা। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৩৮ কোটি টাকা। চিন্তা বাড়ছিল নির্মাতাদের। তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ে ৪০ শতাংশ। যার ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শনিবার পর্যন্ত বিশ্বের বক্স অফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।

Advertisement

চতুর্থ দিনের যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে ছবিটি এখনও পর্যন্ত দেশে ছবিটি ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বব্যাপী আয় ১৬৪ কোটি টাকা। পরিসংখ্যান বলছে এর মধ্যে শনিবারে দেশের বক্স অফিসে ‘পাঠান’-এর ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, মুক্তির প্রথম ৪ দিনের মধ্যে ৩ দিনই ছবিটি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

এ দিকে শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘বেশরম রং’ নিয়ে। একাংশের আশঙ্কা ছিল ছবির ভবিষ্যৎ নিয়েও। কিন্তু মুক্তির পর সকলের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দর্শক মজে ‘পাঠান’-এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন