Alia -Shaheen

আলিয়াকে ছেড়ে চলে যাবেন তাঁর প্রিয় দিদি শাহিন, হঠাৎ কী ঘটল মহেশ-কন্যার জীবনে?

বড় মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন মা সোনি রাজদান। ছোট বোন আলিয়ার পাশে যদিও সব সময় ঢাল হয়ে থাকতে দেখা গিয়েছে শাহিনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:০৩
Share:

জীবনের কোন সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়ার দিদি? ছবি: সংগৃহীত।

একসময় গভীর অবসাদে ভুগেছেন আলিয়া ভট্টের দিদি শাহিন ভট্ট। পরিস্থিতি এমনই ছিল যে আত্মহননের কথাও ভেবেছেন তিনি। বড় মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন মা সোনি রাজদান। ছোট বোন আলিয়ার পাশে যদিও সব সময় ঢাল হয়ে থাকতে দেখা গিয়েছে শাহিনকে। দিদির সঙ্গেই থাকতেন আলিয়া। তাঁর বিয়ের পর একা শাহিন। এ বার খুঁজে পেলেন নিজের মনের মানুষ! তিনি অবশ্য অভিনয় জগতের কেউ নন। প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন প্রেমিকের জন্মদিনে!

Advertisement

গত বছরের শেষে মা-বাবা-বোনের সঙ্গে তাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন শাহিন। তখনই এক ঝলক দেখা গিয়েছিল শাহিনের মনের মানুষকে। তবে এ বার নিজের ছবি দিলেন শাহিন। শোনা যাচ্ছে প্রেমিকের নাম রোহন মেহরা। তিনি আন্তর্জাতিক মানের সাঁতারু। বহু তারকার শরীরচর্চা প্রশিক্ষকও বটে। প্রেমিকের জন্মদিনে নাকি লন্ডনে ছুটি কাটাচ্ছেন শাহিন। সেখান থেকে বেশ কিছু ছবি ভাগ করে নেন জুটিতে। কখনও রোহনের কাঁধে মাথা রেখে, কখনও গাছের তলায় ঘাসের উপর শুয়ে— ছবি ভাগ করে শাহিন লেখেন, ‘‘শুভ জন্মদিন সানশাইন।’’

ঠিক যে ভাবে আলিয়া বিয়ের আগে রণবীরের জন্মদিনে শুভেচ্ছাবার্তা লিখতেন, একই কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দিদিও। শাহিনের জীবনের নতুন মানুষের সঙ্গে পরিচয় রয়েছে আলিয়ার। তিনিও দিদির সঙ্গে রোহনের ছবি ভাগ করে শুভেচ্ছা জানিয়েছেন। সোনি রাজদান ছাড়াও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর। লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অনন্যা পাণ্ডে। তবে খুব শীঘ্রই চার হাত এক হবে কি না সেই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভট্ট পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement