Entertainment News

জন্মের আগেই ছেলের নাম ঠিক করে রেখেছিলেন শাহিদ আর মীরা?

কিন্তু সাত তাড়াতাড়ি শাহিদের ছেলের নামও ঠিক হয়ে গেল? নীলিমা বললেন, ‘‘মিশার জন্মের সময়েই জ়েইনের নামটাও ঠিক হয়ে গিয়েছিল। আর সেটা শাহিদ আর মীরা দু’জনে মিলেই ঠিক করেছিল। ওরা ঠিক করেছিল, মেয়ে হলে মিশা নাম রাখা হবে আর ছেলে হলে তার নাম হবে জ়েইন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৩
Share:

শুক্রবারই ছোট্ট জ়েইনকে নিয়ে বাড়ি ফিরলেন শাহিদ আর মীরা। সঙ্গে তাঁদের কন্যা মিশাও ছিলেন। ছবি: সোশ্যাল মিডিয়া।

শুক্রবারেই ছেলে জ়েইনকে বাড়ি নিয়ে ফিরেছেন শাহিদ আর মীরা। আর তার পর থেকেই জ়েইন-এর একটা ঝলক দেখার জন্য ছটফট করছেন নেটিজেনরা।

Advertisement

জ়েইনের জন্মের খবর শুনেই খুশিতে আত্মহারা শাহিদের মা নীলিমা আজিম। নীলিমার কথায়, ‘‘সুন্দর একটা মুহূর্ত। শাহিদ আর মীরা এখন সম্পূর্ণ। এই মুহূর্তে আমি জীবনের সেরা পর্যায়ে দাঁড়িয়ে আছি। মিশার জন্মের পর ওই আমার সব কিছু হয়ে উঠেছিল। আর এখন জ়েইনও চলে এসেছে।”

মনে মনে নীলিমা নাকি ধরেই নিয়েছিলেন যে এ বার শাহিদের ছেলেই হবে। নীলিমা বলছেন, ‘‘আমি ওদের বলেওছিলাম, দেখবে এ বার ছেলেই হবে। আমি একদিন স্বপ্নে দেখেছিলাম, ছেলেকে কোলে নিয়ে বাড়ি ফিরছে শাহিদ আর মীরা।’’

Advertisement

আরও পড়ুন: ‘বিগ বস’-এ কামব্যাক করছেন? তনুশ্রী বললেন...

আরও পড়ুন: বলিউডের এই ‘হট টিচার’দের চেনেন তো?

কিন্তু সাত তাড়াতাড়ি শাহিদের ছেলের নামও ঠিক হয়ে গেল? নীলিমা বললেন, ‘‘মিশার জন্মের সময়েই জ়েইনের নামটাও ঠিক হয়ে গিয়েছিল। আর সেটা শাহিদ আর মীরা দু’জনে মিলেই ঠিক করেছিল। ওরা ঠিক করেছিল, মেয়ে হলে মিশা নাম রাখা হবে আর ছেলে হলে তার নাম হবে জ়েইন। বহু দিন আগে শাহিদকে আমি এক বার বলেছিলাম, শাহিদ, ঈশান, জ়েইন আর কামরান এই চারটে নাম আমার খুব পছন্দের।’’

জ়েইনের জন্মে তিনিও যে বেজায় খুশি সে কথা নিজেই জানিয়েছিলেন শাহিদের বাবা পঙ্কজ কপূর। পঙ্কজের কথায়, ‘‘এর থেকে আনন্দের বিষয় আর কী হতে পারে? শাহিদের পরিবার এখন সম্পূর্ণ।’’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন