‘হেট স্টোরি ৩’-এর চুমু পেল সেন্সরের সবুজ সংকেত

‘স্পেকটর’ পারেনি। কিন্তু ‘হেট স্টোরি ৩’ পারল। সেন্সর বোর্ডের মার্কশিটে পাশ নম্বর পেল ‘হেট স্টোরি ৩’। অন্তরঙ্গ দৃশ্যের কারণে প্রথম থেকেই বিতর্কে থেকেছে এই ছবিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ১৬:৩১
Share:

‘স্পেকটর’ পারেনি। কিন্তু ‘হেট স্টোরি ৩’ পারল। সেন্সর বোর্ডের মার্কশিটে পাশ নম্বর পেল ‘হেট স্টোরি ৩’। অন্তরঙ্গ দৃশ্যের কারণে প্রথম থেকেই বিতর্কে থেকেছে এই ছবিটি।

Advertisement

সম্প্রতি চুম্বনের দৈর্ঘ্যের কারণে ‘স্পেকটর’-এ কাঁচি চালায় পহলাজ নিহলানির সেন্সর বোর্ড। তা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছে নানা মহলে। কিন্তু ওই একই ইস্যুতে ছাড়পত্র পেল ‘হেট স্টোরি ৩’। শরমন যোশী, জারিন খানের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক এবং কলাকুশলীরা। আদৌ তা সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কি না তা বেশ চিন্তায় ছিলেন সকলে। কিন্তু ‘এ’ তকমা নিয়ে ছবিটিকে মুক্তির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতারা। অভিনেতা শরমন জোশি জানিয়েছেন, ছবির ‘ইরোটিক চরিত্র’ বজায় রেখেই এই ছাড়পত্র পাওয়ায় তিনি খুশি। সেন্সর বোর্ডের পর আপাতত দর্শকদের বিচারের অপেক্ষায় টিম ‘হেট স্টোরি ৩’।

Advertisement

গ্যালারিতে দেখুন, ‘হেট স্টোরি ৩’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement