ক্যানসার ছাড়াও নতুন অসুখে আক্রান্ত দীপিকা। ছবি: সংগৃহীত।
যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন চলতি বছরের মে মাসে। তার পর থেকে যন্ত্রণার কথা এক এক করে তুলে ধরেছিলেন দীপিকা কক্কর। ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অস্ত্রোপচারও হয়েছে। তার মধ্যেই নতুন অসুখে আক্রান্ত অভিনেত্রী। জানালেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম।
অস্ত্রোপচারের পরে ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। শোয়েব জানিয়েছেন, চিকিৎসা শুরু হলেও, সেই ভাবে কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। কিন্তু এর মধ্যেই ‘মাউথ আলসার’-এ আক্রান্ত হয়েছেন তিনি।
শোয়েব একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। সেখানে দীপিকা ও শোয়েবকে তাঁদের সন্তান রুহানের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। শোয়েব সেই ভিডিয়োতেই বলেছেন, “আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হল। এখনও অবধি ও ভাল আছে।” এর পরেই দীপিকা জানান, সারা দিন রুহানের সঙ্গে খেলাধুলো করে ক্লান্ত বোধ করছেন তিনি। পরের দিন আর একটি ভিডিয়োতে শোয়েব বলেন, “আজ চিকিৎসার দ্বিতীয় দিন। তবে ওর জিভে আলসার হতে শুরু করেছে।”
দীপিকা তখন বলেন, “চিকিৎসক আগেই মাউথ আলসার নিয়ে আমাদের সাবধান করেছিলেন। জল বেশি করে পান করতে বলেছিলেন। তাই সেটাই করব। আমি নিশ্চিত, আমি সুস্থ হয়ে যাব।”
তবে এই কঠিন অসুখ জীবন বদলে দিয়েছে দীপিকার। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন। তিনি বলেছেন, “অস্ত্রোপচারের পরে সব বদলে গিয়েছে। আগে আমি এক জায়গায় বসে থাকতে পারতাম না। আর এখন আমার কাছে করার মতো কিছুই নেই। চিকিৎসক আমাকে সক্রিয় থাকতে বলেছেন ঠিকই, কিন্তু এক এক দিন মনে হয়, আমার শুধুই বিশ্রাম নেওয়া উচিত।”