বিস্ফোরক অভিযোগ প্রত্যুষার বন্ধুর

প্রত্যুষার ওপর অত্যাচার করতেন রাহুলের প্রাক্তন বান্ধবী!

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে নয়া মোড়। প্রত্যুষার ঘনিষ্ঠ বন্ধু কাম্য পঞ্জাবি সাংবাদিক বৈঠকে অভিযোগ জানালেন, প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের প্রাক্তন বান্ধবী সালোনি নাকি প্রত্যুষার ওপর নানা ভাবে অত্যাচার করতেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ১৩:৪৯
Share:

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে নয়া মোড়।

Advertisement

প্রত্যুষার ঘনিষ্ঠ বন্ধু কাম্য পঞ্জাবি সাংবাদিক বৈঠকে অভিযোগ জানালেন, প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের প্রাক্তন বান্ধবী সালোনি নাকি প্রত্যুষার ওপর নানা ভাবে অত্যাচার করতেন! রাহুল বাড়িতে না থাকলেই সালোনি কখনও প্রত্যুষাকে ফোন করতেন, কখনও বা তাঁর বাড়িতে এসে শাসিয়ে যেতেন। সালোনির অত্যাচারে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন প্রত্যুষা। তাঁর আরও অভিযোগ, প্রত্যুষা এ নিয়ে রাহুলকে বারবার জানিয়েছিলেন। সালোনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু প্রত্যুষার সে কথায় একেবারেই আমল দেননি রাহুল। সে কারণেই নাকি রাহুলের বিরুদ্ধে মামলা করার কথাও ভেবেছিলেন নায়িকা। সালোনির বিষয়ে তিনি আইনি সাহায্য নিতে চেয়েছিলেন বলে দাবি কাম্যর।

ঘটনাটি আত্মহত্যা নাকি খুন, এ নিয়ে এখনও ধন্দে আছেন সকলেই। যদিও বেশিরভাগ অভিযোগের তির প্রত্যুষার ঘনিষ্ঠ বন্ধু রাহুল রাজ সিংহের দিকেই। প্রত্যুষার বাবা-মা যদিও রাহুলের বিরুদ্ধে এখনও কিছু বলেননি। কিন্তু মৃত্যুর দিন দু’য়ের পরে কাম্যর এই নয়া অভিযোগ, এই মৃত্যু রহস্যে নতুন চিন্তার রসদ দিচ্ছে।

Advertisement

প্রশ্ন উঠছে, কে এই সালোনি?

আরও পড়ুন, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় কি অন্তঃসত্ত্বা ছিলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement