(বাঁ দিকে) রাহুল মোদী, (ডান দিকে) শ্রদ্ধা কপূর। ছবি: সংগৃহীত।
লেখক রাহুল মোদীর সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন শ্রদ্ধা কপূর? কান পাতলে এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। কখনও এক বিমানে তাঁদের পাশাপাশি বসতে দেখা গিয়েছে। কখনও বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে, এক মঞ্চে নেচেছেন, কখনও আবার একসঙ্গে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন বিদেশে। কিন্তু প্রেম নিয়ে প্রশ্ন করলে কিছুতেই মুখ খোলেননি! এ বার বিয়ে নিয়ে কোন কথা জানিয়ে দিলেন শক্তি-কন্যা?
একাধিক বার শ্রদ্ধার বিয়ের খবর শোনা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের একটি গয়নার ব্র্যান্ড রয়েছে শ্রদ্ধার। রাহুল মোদীর সঙ্গে প্রেমপর্বের আগে কয়েক বার মন ভেঙেছে শ্রদ্ধার। আদিত্য রয় কপূর থেকে পরিচালক ফারহান আখতারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় জোর চর্চা হয়। শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে বিয়েতে মত ছিল না বাবা শক্তি কপূরের। সেই কারণেই নাকি সম্পর্কে ইতি টানতে হয় শ্রদ্ধাকে।
তবে রাহুলকে নিয়ে তেমন কোনও সমস্যা নেই। সম্প্রতি একটি লাইভ সেশনে এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞেস করেন, তিনি আদৌ বিয়ে করবেন কি না? তাতেই হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, ‘‘ হ্যাঁ আমি করব, নিশ্চয়ই বিয়ে করব।’’ তা হলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে তাঁরা? এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।