Shraddha Kapoor

কফি বানাতেন, স্যান্ডউইচ বিক্রি করতেন শ্রদ্ধা কপূর! অভিনেত্রী হওয়ার আগে আর কী কী কাজ করেছেন?

একসময় কফি ও স্যান্ডউইচ বানাতেন শ্রদ্ধা। সেখান থেকে উপার্জিত অর্থেই চলত তাঁর হাতখরচ। যদিও সম্প্রতি যাঁদের সে সময়ে কফি করে খাইয়েছেন, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০
Share:

শ্রদ্ধা কপূর। —ফাইল চিত্র।

চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতি হওয়ার পাশাপাশি আরও দু’টি জীবিকার কথা তালিকায় যোগ করেছেন শ্রদ্ধা কপূর। একসময় কফি ও স্যান্ডউইচ বানাতেন শ্রদ্ধা। সেখান থেকে উপার্জিত অর্থেই চলত তাঁর হাতখরচ। যদিও সম্প্রতি যাঁদের সে সময়ে কফি করে খাইয়েছেন, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

Advertisement

শ্রদ্ধা এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। প্রায় ১৩ বছরের চেষ্টায় বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। অল্পবয়সে সিনেমায় অভিনেত্রী হওয়ার যে ধারা আছে বলিউডে, সে পথে হাঁটেননি শ্রদ্ধা। অভিনেত্রী বিদেশে নিজের উচ্চশিক্ষা শেষ করে তার পরে দেশে ফিরেছেন। বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই সময়ে অভিনেত্রীকে নিজের হাতখরচ চালাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করতে হয়। সেখানেই ওয়েটারের কাজ করতেন। কফি বানানো থেকে স্যান্ডউইচ— নানা ধরনের খাবার তৈরি করতে হত। যদিও সম্প্রতি শ্রদ্ধা বলেন, ‘‘২০০৫ সালে বস্টনে পড়ার সময় যে সংস্থায় চাকরি করতাম সেই সময় যে ক’জনকে কফি করে খাইয়েছি, তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি।’’ যদিও অভিনেত্রীর দাবি, কফি যতই খারাপ বানান না কেন, স্যান্ডউইচ বানানো ভালই শিখেছিলেন তখন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement