Entertainment News

মা হলেন শ্বেতা সালভে

মেয়ের মা হলেন শ্বেতা সালভে। গত ১০ অগস্ট মুম্বইতে এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। হোস্ট নিখিল চিনাপ্পা টুইট করেছেন, ‘ডিয়ার ওয়ার্ল্ড, শ্বেতা সালভে এবং হরমিত শেট্টি এখন সু্ন্দর এক বেবি গার্লের গর্বিত বাবা-মা।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ১২:৩৭
Share:

প্রেগন্যান্ট হওয়ার আগে ফটোশুটে শ্বেতা।— ফাইল চিত্র।

মেয়ের মা হলেন শ্বেতা সালভে। গত ১০ অগস্ট মুম্বইতে এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। হোস্ট নিখিল চিনাপ্পা টুইট করেছেন, ‘ডিয়ার ওয়ার্ল্ড, শ্বেতা সালভে এবং হরমিত শেট্টি এখন সু্ন্দর এক বেবি গার্লের গর্বিত বাবা-মা।’

Advertisement

কী ভাবে এই ন’মাসের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হয় তা সত্যিই শ্বেতার কাছ থেকে শেখার মতো। কখনও স্বামীর সঙ্গে বেবিমুন উপভোগ করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে, কখনও ব্লগ লিখে নিজের প্রেগন্যান্সি পিরিয়ড কাটিয়েছেন শ্বেতা। এমনকী মেয়ের জন্মের আগেই একটি চিঠি লিখেছিলেন তিনি।

‘…তোমার প্রথম কান্না শোনার জন্য, তোমার নরম ত্বক ছোঁয়ার জন্য, তোমার গন্ধ শোঁকার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। সরি, স্ট্রেচ মার্কস, স্তনের গঠন নষ্ট হওয়ার জন্য, ঘুম না হওয়ার জন্য আমার অভিযোগ তোমাকে শুনতে হয়েছে। আমি প্রমিস করছি, গর্বের সঙ্গেই স্ট্রেচ মার্কস নিয়ে আমি ঘুরে বেড়াব। তোমাকে আদর করে গর্ভে ধারণ করার চিহ্ন এগুলো। তোমার খেয়াল রাখার জন্য সারা রাত জেগে থাকবো (তোমার বাবাকেও জাগিয়ে রাখবো!!)…।’

Advertisement

মেয়ে হওয়ার পর ঘনি‌ষ্ঠ মহলে শ্বেতা জানিয়েছেন, মেয়েকে লেখা এই চিঠি খুব যত্ন করে তিনি রেখে দিয়েছেন। মেয়ে একটু বড় হলেই তার হাতে তুলে দেবেন।

আরও পড়ুন, বেবিকে চিঠিতে কী লিখলেন শ্বেতা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement