Entertainment News

স্কুল পেরলো অমিতাভের নাতি, সেলিব্রেশনের মুডে পরিবার

সোশ্যাল মিডিয়ায় অগস্ত্যকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনি লিখেছেন, ‘অভিনন্দন অগস্ত্য। তুই কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, লম্বাও হয়ে যাচ্ছিস।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ১৭:৩৩
Share:

নভ্যা এবং অগস্ত্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন বাবা-মায়েরা। সেই স্বাদ পেলেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। অমিতাভের নাতি অর্থাত্ শ্বেতার ছেলে অগস্ত্য সদ্য লন্ডনের একটি স্কুল থেকে পাশ করল। ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল ওয়ালে সেই ছবি শেয়ার করেছেন শ্বেতা। সেলিব্রেশনে সামিল হয়েছিলেন শ্বেতার মেয়ে নভ্যাও।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় অগস্ত্যকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনি লিখেছেন, ‘অভিনন্দন অগস্ত্য। তুই কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, লম্বাও হয়ে যাচ্ছিস।’

ওই একই স্কুল থেকে ২০১৬-এ পাশ করেছে নভ্যা। তাঁর সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করেছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানও। নভ্যা বা অগস্ত্য কেউই এখনও পর্যন্ত অভিনয় জগতকে পেশা হিসেবে নিতে চান বলে শোনা যায়নি। নভ্যা যদিও র‌্যাম্পে হেঁটেছেন। কিন্তু অভিনয় নিয়ে তাঁর আগ্রহের কথা শোনা যায়নি।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৌশানী?

Journey wisely ♥️🐞

A post shared by S (@shwetabachchan) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement