Shah Rukh Khan

শাহরুখ তোতলা! বহু বছর আগের অভিজ্ঞতা ভাগ করে কী জানালেন অভিজিৎ?

একটা সময়ে ঠিকই করে নিয়েছিলেন একমাত্র শাহরুখের জন্যই প্লেব্যাক গাইবেন। কিন্তু তার জন্য কথাও শুনতে হয়েছে গায়ককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৭
Share:

শাহরুখকে নিয়ে মন্তব্য অভিজিতের। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের কণ্ঠে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই সফল। একটা সময় বলিউডে শাহরুখের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন বাঙালি গায়ক। ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘বাদশাহ, ও বাদশাহ’-র মতো সফল গান রয়েছে শাহরুখ-অভিজিৎ জুটির তালিকায়। একটা সময়ে ঠিকই করে নিয়েছিলেন একমাত্র শাহরুখের জন্যই প্লেব্যাক গাইবেন। কিন্তু তার জন্য কথাও শুনতে হয়েছে গায়ককে। তাই সিদ্ধান্ত নেন, আর প্লেব্যাক গাইবেন না তিনি। এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিজিৎ।

Advertisement

গায়ক বলেছেন, “আমি খুব খুঁতখুতে হয়ে গিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, শাহরুখ ছাড়া আর কারও জন্য গান গাইব না। এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ এই চলচ্চিত্র জগতে অনেকেই ওকে (শাহরুখ খান) তোতলা বলে ডাকত।” এমন একটি ঘটনার কথাও জানিয়েছেন অভিজিৎ।

তাঁর কথায়, “তুমহে জো ম্যায়নে দেখা’ গানের জন্য দুবাইতে গিয়েছিলাম পুরস্কার নিতে। মঞ্চ থেকে নামার সময়ে শাহরুখের দুই সমসাময়িক তারকা ডেকে বলেছিলেন, ‘এই! তুই ওই তোতলার জন্য গান গাস, না?’ এটা শুনে আমি চমকে যাই। আমি ভাবলাম, এদের কি হিংসে হচ্ছে! আমি তো গান গেয়ে পুরস্কার পেয়েছি। এই অভিজ্ঞতার পরে প্লেব্যাক গান গাওয়ার উপর থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলি। তার পর থেকেই নিজের গান ও মঞ্চের অনুষ্ঠানে মন দিই আমি। আজও সেটাই ভাল লাগে আমার।”

Advertisement

কিছু দিন আগে মুম্বই শহরে অনুষ্ঠান করে গেলেন আমেরিকার পপ তারকা ডুয়া লিপা। ডুয়া তাঁর গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলিয়ে দেন শাহরুখের ‘বাদশাহ’ ছবির গান ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’। করতালিতে ভরিয়ে দিয়েছিল দর্শক। ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সর্বত্র ডুয়ার সঙ্গে শুধুই শাহরুখের জয়জয়কার হচ্ছে। কোথাও তাঁর নামের উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ।

বহু বছর আগে এক সাক্ষাৎকারে অভিজিৎ অবশ্য দাবি করেছিলেন, শাহরুখের কাছ থেকে উপযুক্ত সম্মান না পাওয়ার কারণেই তিনি প্লেব্যাক করা বন্ধ করে দেন তারকার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement