Chinmayi Sripaada

‘অশালীন ভাবে যখন শরীর ছুঁয়েছিল, আপনি নিজেকে সামলাতে পারেননি’, হেনস্থা নিয়ে কী বললেন চিন্ময়ী?

যৌন হেনস্থার সময়ে নিজেকে সামলাতে পারেননি বলে খোঁচা দেওয়া হয়েছিল গায়িকাকে। সপাটে জবাব দিলেন তিনি নিজেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৯:১১
Share:

খারাপ অভিজ্ঞতা চিন্ময়ীর। ছবি: সংগৃহীত।

যৌন হেনস্থার ঘটনা নিয়ে কটাক্ষের শিকার হলেন গায়িকা চিন্ময়ী শ্রীপাদা। প্রকাশ্যে পাল্টা দিলেন তিনিও। যৌন হেনস্থার সময়ে নিজেকে সামলাতে পারেননি বলে খোঁচা দেওয়া হয়েছিল গায়িকাকে। সপাটে জবাব দিলেন তিনি নিজেও।

Advertisement

কিছু দিন আগে চিন্ময়ীর স্বামী রাহুল রবীন্দ্রন সমাজমাধ্যমে দাবি করেছিলেন, স্ত্রী মঙ্গলসূত্র পরবেন কি না, তা একান্তই স্ত্রীর সিদ্ধান্ত। কারণ বিয়ের পরে পুরুষদের অঙ্গে কোনও চিহ্ন থাকে না। এই মন্তব্যের পরে তাঁকে কটাক্ষের শিকার হতে হয় সমাজমাধ্যমে। তখন স্বামীর হয়ে জবাব দেন চিন্ময়ী। জানান, তাঁর স্বামীকে যে ভাবে আক্রমণ করছে পুরুষরা, তা দেখে তিনি মহিলাদের জন্য খুবই চিন্তিত।

চিন্ময়ীর এই বক্তব্যে এক ব্যক্তি মন্তব্য করেন, “যখন বৈরামুথু আপনার শরীর ছুঁয়ে যৌন হেনস্থা করেছিলেন, তখন আপনি নিজেকেই বাঁচাতে পারেননি। আপনি আবার অন্য মহিলাদের জন্য চিন্তা করছেন!” এই মন্তব্যে ফেটে পড়েন চিন্ময়ী। তিনি পাল্টা বলেন, “হ্যাঁ, আমার শরীর ছুঁয়েছে এবং আমার যৌন হেনস্থা করা হয়েছে, সেটা আমারই দোষ! অকারণে অন্য প্রসঙ্গে আপনার মতো পুরুষেরা কেন আমার যৌন হেনস্থার ঘটনা তুলে আনেন? আপনি বরং দিল্লির হাওয়ায় বিলীন হয়ে যান। তা হলে নিঃশ্বাসেও আপনি ঢুকতে পারবেন না।”

Advertisement

উল্লেখ্য, ২০১৮ সালে চিন্ময়ী দাবি করেছিলেন, গীতিকার বৈরামুথু তাঁর যৌন হেনস্থা করেছেন নিজের বাড়িতে ডেকে। অশালীন ভাবে তাঁর শরীর স্পর্শ করার অভিযোগ এনেছিলেন তিনি। সেই পুরনো প্রসঙ্গ তুলে আনায় সপাটে উত্তর দিয়েছেন গায়িকা। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘তিতলি’, ‘টু স্টেট্‌স’ ছবির ‘মাস্ত মগন’, ‘হসি তো ফসি’ ছবির ‘জ়েহনসিব’ গান গেয়েছেন চিন্ময়ী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement