Rahul Vaidya

‘যৌনক্রিয়ায় গর্ভনিরোধক ব্যবহার করার মতো’, কেন নামী মোবাইল ফোনের সঙ্গে এমন তুলনা রাহুলের?

কখনও বিরাট কোহলির বিরুদ্ধে মন্তব্য করে, কখনও আবার পথকুকুরপ্রেমীদের তোপ দেগে বিতর্কে উঠে এসেছেন রাহুল। এ বার এই আন্তর্জাতিক মানের ফোন নিয়ে মন্তব্য করে শিরোনামে তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১
Share:

মোবাইল ফোনের সঙ্গে যৌনক্রিয়ার তুলনা রাহুলের। ছবি: সংগৃহীত।

আইফোনের কভারকে গর্ভনিরোধকের সঙ্গে তুলনা করলেন রাহুল বৈদ্য! বিভিন্ন বিষয় নিয়ে চাঁছাছোলা কথা বলেন গায়ক। এ বার আইফোনের নতুন সংস্করণ বাজারে আসতেই, এমন মম্তব্য করলেন রাহুল। কিন্তু কেন?

Advertisement

কখনও বিরাট কোহলির বিরুদ্ধে মন্তব্য করে, কখনও আবার পথকুকুরপ্রেমীদের তোপ দেগে বিতর্কে উঠে এসেছেন রাহুল। এ বার এই আন্তর্জাতিক মানের ফোন নিয়ে মন্তব্য করে শিরোনামে তিনি।

এই সংস্থার নাকি এটিই সবচেয়ে পাতলা ফোন। তাই এই ফোন ব্যবহারের ক্ষেত্রে ‘কভার’ প্রয়োজন বলে মনে করছেন নেটাগরিক। এই প্রসঙ্গেই রাহুল সমাজমাধ্যমে লিখেছেন, “আইফোনে কভার ব্যবহার করা অনেকটা গর্ভনিরোধক সমেত যৌনক্রিয়ার মতো।” রাহুলের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ক্ষুব্ধ নেটাগরিকের দাবি, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সব বিষয় নিয়ে এমন মন্তব্য করেন রাহুল।

Advertisement

কয়েক মাস আগে অবনীত কৌরের সঙ্গে নাম জড়িয়ে যায় বিরাট কোহলির। অবনীতের একটি ‘উষ্ণ’ ছবিতে 'লাইক' দেখা যায় বিরাটের। বিষয়টি নেটাগরিকের চোখে পড়ে এবং বিতর্কও হয়। তখন বিরাট জানিয়েছিলেন, সমাজমাধ্যমের অ্যালগরিদ্‌ম ও প্রযুক্তির কারণে ভুলবশত সেই ছবিতে লাইক পড়ে গিয়েছে তাঁর। এই যুক্তি পছন্দ হয়নি রাহুলের। তিনি ক্রিকেট তারকাকে খোঁচা দিয়ে লিখেছিলেন, “আজকের পর থেকে কিন্তু অনেকের ছবিতেই আমার তরফ থেকে লাইক পড়ে যেতে পারে। মেয়েরা, এই নিয়ে আবার প্রচার কোরো না।”

এই খোঁচা দেওয়ার পরে বিরাট নাকি ইনস্টাগ্রামে ব্লক করে দেন রাহুলকে। সেটিও গায়ক নিজের সমাজমাধ্যমে জানিয়েছিলেন। ফের খোঁচা দিয়ে রাহুল বলেছিলেন, “আবার হয়তো ভুল করে প্রযুক্তির কারণে ব্লক করে ফেলেছেন!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement