rishabh tandon

জ়ুবিনের পর মৃত্যু আরও এক গায়কের, ৩৫ বছরে প্রয়াত ঋষভ! কী হয়েছিল তাঁর?

১০ অক্টোবর জন্মদিন ছিল তাঁর। মাত্র ১২ দিনের মাথায় মৃত্যু হল বলিউডের আরও এক গায়কের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৩:২৩
Share:

ঋষভ টন্ডন। ছবি: সংগৃহীত।

মাসখানেক আগে গায়ক জ়ুবিন গার্গের অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে এখনও তদন্ত চলছে। এরই মাঝে ফের দুঃসংবাদ সঙ্গীতজগতে। প্রয়াত আরও এক গায়ক। মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু হল ঋষভ টন্ডনের। শোনা যাচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ঋষভ। তাঁর মৃত্যুর খবরে হতবাক অনুরাগীরা।

Advertisement

ঋষভের পোশাকি নাম ছিল ফকির। অনুরাগীরা ওই নামেই চিনত তাঁকে। ফকির একাধিক গান গেয়েছেন, যার মধ্যে অন্যতম হল ‘ইয়ে আশিকি’, ‘ইশ্‌ক্‌ ফকিরা’, ‘চাঁদ তু’। দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানে গিয়ে হঠাৎই শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাকি মৃত্যু হয়েছে ঋষভের।

চলতি মাসেই জন্মদিন ছিল ঋষভের। স্ত্রী ওলেসা টন্ডন সেই বিশেষ দিন উদ্‌যাপনের বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। গায়ক নিজের জন্মদিনে দুঃস্থ বাচ্চাদের জন্য বেশ কিছ অর্থদান করেন। করবা চৌথের দিন স্ত্রীকে নিয়ে পোস্ট করেছিলেন গায়ক। সেটিই তাঁর শেষ পোস্ট। স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপোস করেন ওলেসা। কিন্তু সেই কামনা যে বৃথা যাবে, টের পাননি কেউই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement