জ়ুবিনের মৃত্যুর সঙ্গে কী ভাবে জড়িত শেখর? ছবি: সংগৃহীত।
জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে কাটছে না ধোঁয়াশা। অসম সরকার একটি বিশেষ দল গঠন করেছে তদন্তের জন্য। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে শেখর জ্যোতি গোস্বামী নামে এক গায়ককে আটক করেছে সেই তদন্তকারী দল।
জ়ুবিনের মৃত্যু নিয়ে শেখরকে নাকি জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু শেখর কী ভাবে জ়ুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত? জানা যাচ্ছে, সিঙ্গাপুরে সেই দিন একই প্রমোদতরীতে ছিলেন শেখর জ্যোতি। একসময় অসমের সঙ্গীতজগতের অন্যতম নাম ছিলেন তিনি। জ়ুবিনের ব্যান্ডেরও অংশ ছিলেন শেখর একসময়। সমাজমাধ্যমে তাঁর পাতা থেকে জানা যায়, শেখর পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, সঙ্গীত প্রযোজক, সঙ্গীতায়োজক। এমনকি কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বলেও নিজের পরিচিতি দিয়েছেন তিনি। ঠিক কী কারণে শেখরকে আটক করা হল, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি তদন্তকারী দল। ভবিষ্যতে তাঁকে গ্রেফতার করা হবে কি না, তা এখনও ধোঁয়াশায়।
দু’বার ময়নাতদন্ত হয়েছে জ়ুবিনের। কিন্তু রিপোর্টে সন্তুষ্ট নন অনুরাগীরা। তাঁদের দাবি, আরও কোনও রহস্য রয়েছে। বিশেষ তদন্তকারী দলের উপরে ভরসা রাখতে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে হিমন্ত বলেন, “এসআইটি যদি ব্যর্থ হয় এবং অসমের মানুষ যদি তদন্তে সন্তুষ্ট না হয়, তা হলে আমরা অবশ্যই তদন্তভার তুলে দেব সিবিআই-এর হাতে।”
হিমন্ত জানান, অসম সরকার জ়ুবিনের মৃত্যুতদন্তের জন্যই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এই দলে সেরা ১০ জন পুলিশ আধিকারিকেরা কাজ করছেন বলেও জানান অসমের মুখ্যমন্ত্রী। তাঁর বিশ্বাস, সব সত্য প্রকাশ্যে আসবে।