Smriti Mandhana

অবশেষে তবে বিয়ে হচ্ছে? স্মৃতি ও পলাশ অভিমান ভুলে দিলেন কোন বড় বার্তা?

বিয়ে স্থগিত হওয়ার দিন ছয় বাদে প্রকাশ্যে এল চমকে দেওয়ার মতো তথ্য। অভিমান ভুলে পলাশের কাছে এলেন স্মৃতি! ক্রিকেটতারকা দিলেন কোন ইঙ্গিত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৫:০৯
Share:

স্মৃতি ও পলাশের মান অভিমানের পালা শেষ? ছবি: সংগৃহীত।

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে চূড়ান্ত জল্পনা। সিনেমার চিত্রনাট্যকেও যেন তা হার মানাবে। গায়েহলুদ হওয়ার পরেও স্থগিত হয়ে যায় বিয়ে। এর পরে একাধিক জল্পনা। পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। গোটা ঘটনার দিন ছয় পরে সামনে এল চমকে দেওয়া তথ্য। অভিমান ভুলে পলাশের কাছাকাছি স্মৃতি! ক্রিকেটতারকা দিলেন কোন ইঙ্গিত?

Advertisement

২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পলাশ ও স্মৃতির। কিন্তু সেই বিয়ে এখন বিশ বাঁও জলে, কারণ স্মৃতির প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। কখনও সে তাঁর বিয়ের দায়িত্বে থাকা নৃত্যপ্রশিক্ষকের সঙ্গে চুম্বনে রত হয়েছেন বলে অভিযোগ। কখনও আবার মেরি ডি’কোস্টা নামের অন্য এক নৃত্যশিল্পীকে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দিয়েছেন বলে শোনা যায়। তার পরেই নাকি স্থগিত হয়ে যায় বিয়ে। চার ঘণ্টা ধরে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যান পলাশ, দাবি করেন তাঁর মা। হাসপাতালে ভর্তি হতে হয় স্মৃতির বাবাকে।

তবে এ বার পলাশ ও স্মৃতি, একইসঙ্গে একই সময় নিজেদের ইনস্টাগ্রামের ‘বায়ো’তে একটি বিশেষ ইমোজি ব্যবহার করেন। বহু চর্চিত নীল রঙের ‘এভিল আই’ চিহ্ন দেখা যায় তাঁদের ‘বায়ো’তে যা সাধারণত কুনজর থেকে বাঁচায় বলে ধরে নেওয়া হয়। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা, তা হলে হয়তো স্মৃতি ফের বিয়ের পিঁড়িতে বসবেন! কেউ স্মৃতির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার ক্রিকেটতারকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা নিয়ে তরজা জুড়েছেন সমাজমাধ্যমে। যদিও ছোট্ট এই ইঙ্গিত ছাড়া সরাসরি আর কোনও বিবৃতি দেননি স্মৃতি বা পলাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement