সোহা আলি খান। ছবি: সংগৃহীত
২০০৬ সালে মুক্তি পায় ‘রং দে বসন্তী’। আমির খান, কুণাল কপূর, আর মাধবন, সোহা আলি খান প্রমুখ অভিনীত যে ছবি আজও সিনেপ্রেমীদের অন্যতম পছন্দের। বাণিজ্যসফল এই ছবি তৈরির সময় কেউই নাকি ভাবেননি দর্শক এত ভালবাসা দেবেন। সেই কারণে কী কাণ্ড ঘটিয়েছিলেন ছবির তারকারা?
প্রায় দুই দশক পর, এখনও অনেকেই মনে করেন ‘রং দে বসন্তী’র মতো ছবি আবার তৈরি করা কঠিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানান, শুরুতে সকলেই ওই ছবির সাফল্যের ব্যাপারে অনিশ্চিত ছিলেন। প্রযোজকেরা নাকি নিজেরাই এত অনিশ্চিত ছিলেন, যে তাঁরাই কলাকুশলীদের পারিশ্রমিক ফেরত দিতে বলেন।
স্মৃতির পাতা উল্টে সোহা বলেন, “কেউ ভাবেনি ওই ছবি এত আয় করবে বা এ ভাবে মানুষের হৃদয় ছুঁতে পারবে। এমনকি যখন আমরা প্রচারপর্ব সারছিলাম, আমাদের প্রযোজক ফোন করে বলেন, ‘আপনাদের যা পারিশ্রমিক দিয়েছি, তার থেকে কিছু টাকা ফেরত দিতে পারবেন? কারণ, আদৌ এই ছবি চলবে কি না জানি না।’ আমরা সকলে টাকা ফিরিয়ে দিই। আমাদেরও তখন মনে হচ্ছিল যে, ‘কে জানে, ঠিক আছে!’ কিন্তু ওই ছবি রীতিমতো আন্দোলনের সৃষ্টি করল। আর আমার জন্য, ওই ছবি আমার কর্মজীবনে ঘুরে দাঁড়ানোর রাস্তা তৈরি করল। এমন একটা ছবি, যা আমার সফরের চিরসঙ্গী হয়ে থাকবে।”
সম্প্রতি, সোহাকে ‘ছোরি ২’ ছবিতে দেখা গিয়েছে। ওটিটি-তে মুক্তি পেয়েছে এই ছবি। এর মাধ্যমে সাত বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন সোহা। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩’ ছবিতে।